রাওয়ালপিন্ডি টেস্টে বৃষ্টি বাধায় প্রথম দিনের খেলা শুরু হয় শেষ সেশনে। খেলা হয় মাত্র ৪১ ওভার। বাংলাদেশ দুর্দান্ত শুরু করলেও শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়ান সাউদ শাকিল এবং সাঈম আইয়ুব। টসে জিতে পাকিস্তানকে ব্যাটে পাঠিয়ে প্রথমে দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৫৮ রান।
দুর্দান্ত শুরুর পর ১৬ রানে ৩ জন টপঅর্ডারের ব্যাটসম্যান এমনকি বাবর আজম ফিরেছেন ব্যক্তিগত শূন্য (০) রানে, এরপর দেড়শ পেরিয়ে যাওয়া স্কোর গড়লে তখন সংশয় জাগে দিনটা আদৌ ভালো বলা যাবে কি না!
ম্যাচ শেষে প্রেস কনফরেন্সে তরুণ পেসার হাসান মাহমুদকে তাদের লক্ষ সম্পর্কে প্রশ্ন করলে জবাবে তিনি জানান, এখনো আমরা তেমন কোন পরিকল্পনা করিনি, অবশ্যই মাঠে নামার আগে পরিকল্পনা থাকবে, তবে ২০০ রানের মধ্যে তাদের রুখে দিতে পারলে বিষয়টা দারুণ হবে।
আরও পড়ুন:
» বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান তাওহীদ হৃদয়ের
» বোর্ডের সিস্টেম পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ নয়া সভাপতি
এরপর ভালো শুরু পেয়েও শেষ পর্যন্ত কাজে না লাগাতে পারার বিষয়ে তিনি জানান, আমাদের পরিকল্পনা ছিলো তাদেরকে সামনে খেলতে দেওয়া, সবুজ পিচ থাকার কারণে এবং নতুন বলে মুভমেন্ট ছিলো তাই আমাদের পরিকল্পনা ছিলো তাদেরকে সামনে খেলতে দেওয়া এবং একটা লাইন মেন্টেইন করা। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আরো ভালো হবে সামনে।
সাদা বলে বেশি প্রসিদ্ধ এই বোলার তবে টেস্ট খেলাটাকে তিনি কিভাবে দেখছেন সেই সম্পর্কে তিনি জানান, লাল বলে বোলিং করতে আমি উপভোগ করি, এখানে অনেকগুলো অপশন থাকে বল করার জন্য এটাই সুবিধা।
এরই সাথে দ্বিতীয় দিন বোলিং এর কন্ডিশন সম্পর্কে বলেন, দ্বিতীয় দিন যদি সূর্য ওঠে তাহলে পিচে আরো পেস এবং বাউন্স পাওয়া যাবে, বোলাররা আরো সহায্য পাবে।
এরই মধ্যে দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে। এরপর আজ আরও ২০ ওভার খেলা হয়েছে। কিন্তু কোনো উইকেটের পতন ঘটেনি। বরং রান ২২০ পেরিয়েছে।
ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৪/এএস/এজে