সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়ে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। বাংলাদেশ সময় বেলা সোয়া তিনটায় আনফা কমপ্লেক্সে শুরু হবে ম্যাচটি। আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ার আজ জিতলে কিংবা ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১-০ গোলে হারায় নেপাল। আর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে ২-০ গোলে। আর শ্রীলংকার বিদায়ে এ-গ্রুপ থেকে এ দুই দল নিশ্চিত করেছে সেমিফাইনাল। বাংলাদেশ ও নেপাল দুদলেরই সমান তিন পয়েন্ট। আজ যে দল জিতবে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
তবে বাংলাদেশের লক্ষ্য থাকবে এই ম্যাচের মাধ্যমে নিজেদের আরও শাণিত করা। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ কোচ মারুফুল হক। তিনি জানান, ‘এই দলটাকে গুছিয়ে নেওয়ার জন্য আমি মাত্র দুই সপ্তাহ সময় পেয়েছি। ফিটনেস, ট্যাকটিক্যাল কাজগুলো করার চ্যালেঞ্জ ছিল। আমাদের উন্নতির জায়গা আছে। বিশেষ করে ফিটনেস ও রক্ষণে।’
আরও পড়ুন :
» সেপ্টেম্বরে ভুটান সফরে যাবে বাংলাদেশ ফুটবল দল
» রিজওয়ানদের কত রানে আটকাতে চান, জানালেন হাসান মাহমুদ
তিনি যোগ করেন, ‘শ্রীলংকাকে হারিয়েছে নেপালও। তাই তাদের খাটো করে দেখার কিছু নেই। ছেলেদের বিষয়টি মাথায় রেখেই খেলতে বলেছি।’
এদিকে এই ম্যাচটি কোনো টেলিভিশন সরাসরি না দেখালেও Sportzworkz নামের ইউটিউব চ্যানেল সরাসরি দেখাবে।
এই আসরে অংশগ্রহণ করছে মোট ছয়টি দল। দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। এ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল খেলছে। অন্যদিকে বি গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন ভারত ছাড়াও আছে মালদ্বীপ ও ভুটান। গতবারের রানার্সআপ বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ চ্যাম্পিয়ন হওয়ার।
ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৪/এজে