ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে মঙ্গলবার রাত থেকেই ব্যাপক বন্যা দেখা দিয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন গ্রামে। সময়ের সাথে অবনতি ঘটেছে বন্যা পরিস্থিতির। প্লাবিত হয়েছে নতুন নতুন গ্রাম। চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশের দেশের ১২ জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। পাওয়া গেছে একাধিক প্রাণহানির খবর।
সরকার পতনের পর দেশ সংস্কারের পথে আচমকাই ধেয়ে এসেছে এই দুর্যোগ। পূর্ব সতর্ক ছাড়াই এমন সংকটে বন্যা কবলিত এলাকায় আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। যেখানে দেখা দিয়েছে এক প্রকার মানবিক বিপর্যয়। দেশের এমন সংকটকালীন সময়ে অনেকেই এগিয়ে গেছেন বন্যার্তদের সহায়তায়। এবার এই দুর্যোগে আটকা পড়াদের জন্য প্রার্থনা করে ফেসবুকে পোস্ট করলেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তাজা।
গতকাল রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বন্যা কবলিত এলাকার একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে মাশরাফি লিখেন, ‘ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলসহ গোটা দেশ। মানবেতর জীবন পার করছে লাখো মানুষ। মহান আল্লাহ’র কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই।’
মাশরাফি ছাড়াও একাধিক জাতীয় দলের ক্রিকেটার বন্যার্তদের পাশে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। এক ফেসবুক পোস্টে গতকাল হৃদয় পানিতে গলা পর্যন্ত ডুবে থাকা এক শিশুর ছবি শেয়ার করে বলেন, ‘কি লিখব? কি লেখা উচিৎ? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দূর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে।’
তবে বন্যা কবলিত এলাকার অসংখ্য অসহায় মানুষদের সহায়তায় সামান্য কিছু সাহায্য যথেষ্ট হবে বলে মনে করেন না তিনি। তাই নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান হৃদয়, ‘আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট?? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাবার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।’
এদিকে বন্যার মাত্রা ভয়াবহ পর্যায়ে যাওয়ার কারণ হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন পর বাধ খুলে দেয়াকে উল্লেখ করা হচ্ছে। গভীর রাতে ভারতের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে পানিতে ডুবে দেওয়ার কারণ জানতে চেয়ে সাবেক পেসার রুবেল এক পোস্ট করেন ‘এত পানি কোথা থেকে এল, কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিল? এই অসহায় গরীব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনদিনই জানবে না?’
আরও পড়ুন: ইসলামাবাদে নিজের ও জাকেরের সেঞ্চুরি নিয়ে যা বললেন সাইফ
ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৪/এফএএস