Connect with us
ক্রিকেট

ফেনীর বন্যায় পানিবন্দী সাইফউদ্দিনও, ফেসবুকে জানালেন আকুতি

Crifo Saifuddin
ফেনীর বন্যায় পানিবন্দী সাইফউদ্দিনও, ফেসবুকে জানালেন আকুতি

ভারতের উজান ঢল ও টানা বৃষ্টিতে বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাংশে চলমান বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে। বিশেষ করে ফেনী জেলার বিভিন্ন উপাজেলা একেবারে বিপর্যস্ত। এর মধ্যে উল্লেখ যোগ্য ফেনীর পরশুরাম এবং ফুলগাজী। ওই ফেনীর বাসিন্দা জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তিনিও পানিবন্দী রয়েছেন এই বন্যায়।

গতকাল রাত থেকে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এই মুহুর্তে নিজের জেলা শহরে আছেন সাইফউদ্দিন। বন্যার পানিতে নিজ বাসায় আটকা পড়েছেন। সাইফের বাড়ি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে।

তার এলাকায় বন্যার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য নিজের ভরিফাইড ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তা পোস্ট করেন। তাতে তিনি জানান, ‘আজকে সারাটা দিন দেখলাম সরকারিভাবে ঐরকম রেস্কিউটিম বা খাবার বন্যা কবলিত মানুষদের পাশে দেখিনি চোখে পড়েনি এই যে সত্যি অনেক দুঃখজনক। সেভ ফেনী। আমার গ্রাম এর বাড়ি তে অনেক আত্মীয় আটকে পড়ে আছে।’

আরও পড়ুন:

» সাকিবের নামে মামলা নিয়ে সংবাদ ছেপেছে আন্তর্জাতিক গণমাধ্যম

» বন্যার্তদের পাশে দাঁড়াতে বিসিবির বিবৃতি

তিনি ভিডিও বার্তায় আরো জানান, ‘আমি আসলে অনেক চেষ্টারপর মোবাইল কিছুটা চর্জ করতে পারলাম, অনেকে ঢাকা থেকে যোগাযোগ করছেন, আপনাদের অনেক আত্মীয় স্বজন ফেনীতে আছে বিভিন্ন উপজেলায়, সত্যি আসলে খুব খারাপ অবস্থা ফেনীতে। ইলেক্ট্রিসিটি, পানি কিছুই নেই, আপনারা একটু চেষ্টা করবেন কিছু করার জন্য। আর জানিনা কতক্ষণ থাকবে, মোবাইলের চার্জ শেষ হয়ে আসছে। দোয়া করবেন।’

নিজের ফেসবুক পেইজে মাত্র ২৮ সেকেন্ডের ভিডিও বার্তাতে ফেনীতে আটকে পড়া ভয়াবহ পরিস্থিতির জানান দেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৪/এএস/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট