Connect with us
ক্রিকেট

বাংলাদশ-পাকিস্তানের সমর্থকদের মধ্যে দেখা গেল সৌহার্দ্যের বন্ধন

A bond of amity and harmony between Bangladesh-Pakistan supporters
রাওয়ালপিন্ডির গ্যালারিতে একসঙ্গে উল্লাস করছেন বাংলাদেশ-পাকিস্তানের সমর্থকরা। ছবি- সংগৃহীত

ক্রিকেটকে একটি দলের খেলোয়াড়দের সঙ্গে অন্য একটি দলে খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক দেখা যায়। তবে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তৈরি করে। একইভাবে দলের সমর্থকদের মধ্যেও এই ঘটনা ঘটে। কখনো কখনো প্রতিদ্বন্দ্বী সম্পর্ক, আবার কখনো কখনো বন্ধুত্বের বন্ধন। এবার বাংলাদেশ-পাকিস্তান টেস্টে দুই দেশের সমর্থকদের মধ্যে দেখা গেল সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলাকালীন সৌহার্দ্য বিনিময় করে দুই দলের সমর্থকরা। টেস্টের প্রথম দিন গ্যালারির এক প্রান্তে একঝাঁক বাংলাদেশ ও পাকিস্তানের দর্শক উল্লাসে মেতে উঠেন। তাদের হাতে ছিল নিজ নিজ দেশের পতাকা। তবে তাদের চোখে-মুখে ছিল না কোনো প্রতিদ্বন্দ্বিতার ছাপ। তারা হাসিমুখে একসঙ্গে মাঠে থাকা ক্রিকেটারদের জন্য উল্লাস করতে থাকেন।

গ্যালারিতে দুই প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের মধ্যে এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। এতে মাঠে থাকা ক্রিকেটাররাও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে খেলার উৎসাহ পায়। যেহেতু ক্রিকেট ভদ্রলোকের খেলা, তাই এ ধরনের ঘটনাগুলো উভয় দলের খেলোয়াড়দের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে খেলার উৎসাহ দেয়।

আরও পড়ুন:

» আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

» পাকিস্তানের রানের পাহাড়ের জবাব দিল সাদমান-মুশফিকরা 

উল্লেখ্য, রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান সংগ্রহ করেছে পাকিস্তান। জবাবে তৃতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান তুলতে সক্ষম হয়েছে সফরকারী বাংলাদেশ। শনিবার চতুর্থ দিনে ইনিংস শুরু করবেন অপরাজিত দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস।

ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট