রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষে এখনও ১৩২ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ ঘণ্টায় ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান কোন উইকেট না হারিয়ে টিকে থাকার পর তৃতীয় দিনেও ইনিংস শুরু করেছিল তারা। এদিন শুরুতে জাকির হাসান ও অধিনায়ক নাজমুল হাসান শান্ত ফিরে গেলে মমিনুলকে নিয়ে জুটি বাধেন সাদমান।
মমিনুল হক ও সাদমান ইসলামের ৯৪ রানের জুটিতে ভালো অবস্থানে দাঁড়ায় বাংলাদেশ। যেখানে ধৈর্যশীল ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন সাদমান ইসলাম। মোহাম্মদ আলীর বলে আউট হওয়ার পূর্বে ১৮৩ বল মোকাবেলা করেন তিনি। সেঞ্চুরির অনেক কাছে গিয়েও ১২ চারের বদৌলতে ৯৩ রানে গিয়ে থামে তার ইনিংস। লম্বা সময় উইকেটের উপর প্রান্তে থাকে মমিনুল প্রশংসা করেছেন সাদমানের ব্যাটিংয়ের।
দিনের খেলা শেষে গতকাল সংবাদ সম্মেলনে সাদমানের এমন ব্যাটিং নিয়ে মুমিনুল হক বলেন, ‘আমার কাছে মনে হয় প্রথমে তারা দুজন খেলাটার টোন সেট করে দিয়েছে গতকাল। ১২ ওভারে আমাদের একটা উইকেটও পড়েনি। জাকির এবং সাদমান, দুইজনই খুব ভালো শুরু করেছে।’
দিনের শুরুতে জাকির ফিরে গেলেও সাদমান যেভাবে খেলেছে, তার ইনিংসের প্রশংসা করেছেন মমিনুল, ‘জাকির হয়ত বেশি রান করতে পারেনি। কিন্তু সেই সময় যেভাবে খেলা দরকার ছিল, সে সেভাবেই খেলেছে। দুই ওপেনারই আমার কাছে খেলার টোনটা ভালোমতো সেট করে দিয়েছে। সাদমানের ৯৩ রানের ইনিংসটা আমার দেখা অন্যতম সেরা ইনিংস।’
সাদমানের পর মমিনুল হক ফিরেছেন অর্ধশতক করে। এরপর সাকিব আল হাসান বেশি সময় উইকেটে টিকে থাকতে পারেননি। চার উইকেট পতনের পর নতুন করে দলের হাল ধরেছেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। যেখানে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলেছেন লিটন। ৫২ বলেই তুলে নেন অর্ধশতক। গোটা দলের ব্যাটিং নিয়েও কথা বলেছেন মমিনুল।
‘বিদেশে এমন ৪ পেসারের বিপক্ষে সাদমানের গেমপ্ল্যান ছিল অসাধারণ। জাকির বেশি রান করেনি, কিন্তু যতক্ষণ ছিল ভালো ভূমিকা রেখে গেছে। শেষের দিকে লিটন দাস যেভাবে ওদের আক্রমণ করছে, খেলা আমাদের হাতে চলে এসেছে। মুশফিক ভাই তো আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে ম্যাচের পরিস্থিতিটা হ্যান্ডেল করেছে, আলহামদুলিল্লাহ।’
আরও পড়ুন: সকল ধরনের ক্রিকেটকে বিদায় বললেন শিখর ধাওয়ান
ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৪/এফএএস