ভ্যালেন্সিয়াকে হারিয়ে চলতি লা লিগায় দারুন শুরু করেছে বার্সেলোনা। সেই ম্যাচে জোড়া গোলে দলকে জিতিয়েছিলেন লেভান্ডফস্কি। এবার গতকাল রাতে বার্সার হয়ে শেষ জয়সূচক গোলটাও করলেন এই পোলিশ ফুটবলার। তবে তার আগে বার্সাকে লিড এনে দেয়া অসাধারণ একটি গোল করেছেন স্প্যানিশ ফুটবলার লামিনে ইয়ামাল।
গতকাল শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি মাঠে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল বার্সেলোনা। যেখানে প্রতিপক্ষকে ২-১ গোলে পরাজিত করে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। অ্যাথলেটিকের হয়ে একমাত্র গোল করেছেন ওহান সানসেট।
এদিন গোটা ম্যাচে বল দখলে নিজেদের আধিপত্য ধরে রেখে খেলে বার্সেলোনা। শুরু থেকে একের পর এক আক্রমণ প্রতিপক্ষ দুর্গে করতে থাকেন রাফিনহা, ইয়ামাল ও লেভান্ডফস্কিরা। তবে ম্যাচে প্রথম ডেডলক ভেঙে দেন স্প্যানিশ তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। ম্যাচের ২৪তম মিনিটে বার্সা ফুটবলারের এক লম্বা ফ্রি-কিক সরাসরি পোস্টের দিকে গেলে লাফিয়ে উঠে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
বাধা পেয়ে বল চলে আসে ডি-বক্সের বেশ বাইরে থাকা ইয়ামালের পায়ে। কিছুটা সময় ও জায়গা নিয়ে আচমকা বক্সে থাকা ডিফেন্ডারদের পাশ কাটিয়ে দারুন এক জোরালো শট করেন তিনি। আকস্মিক এমন আক্রমণ ঠেকাতে ঝাঁপিয়ে পড়েন অ্যাথলেটিকের গোলরক্ষক। তবে শেষ পর্যন্ত ঠেকাতে পারেননি জোরালো আক্রমণ। এতে এগিয়ে যায় বার্সেলোনা।
এদিকে প্রথমার্ধেই সমতায় ফেরে অ্যাথলেটিক ক্লাব। প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে কোন প্রকার ভুল না করে দলকে গোল এনে দেন ওহান সানসেট। বিরতি থেকে ফিরে পুনরায় গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। চালায় একের পর এক আক্রমণ। লেভান্ডফস্কির শট দুই দফা বাধা পায় প্রতিপক্ষের গোলপোষ্টে।
তবে অবশেষে সেই লেভান্ডফস্কির গোলেই ফের এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ৭৫ মিনিটে ডি বক্সের মধ্যে সতীর্থের বাড়ানো বল দারুন ভাবে লক্ষ্যভেদ করেন তিনি। এতে করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে লা লিগার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বার্সেলোনা। আগামী মঙ্গলবার রাতে রায়ো ভেলাকানোর বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে দলটি।
আরও পড়ুন: ১৫ হাজার রানের মাইলফলক ছোঁয়া মুশফিকের প্রশংসায় শান্ত-মিরাজ
ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৪/এফএএস