পাকিস্তানের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।
এর আগে টসে হেরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরি ও সায়েম আইয়ুবের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহ করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকেরা। জবাবে সবকটি উইকেট হারিয়ে চতুর্থ দিনের শেষ ভাগে এসে বাংলাদেশের ব্যাটিং ইনিংস শেষ হয় ৫৬৫ রানে।
১১৭ রানের বড় লিড নেয় সফরকারীরা। চতুর্থ দিনের শেষ সময়ে মাত্র ১ উইকেট হারায় শান মাসুদের দল। তখন পর্যন্ত দেখে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই আগাচ্ছে রাওয়ালপিন্ডি টেস্ট। কিন্তু শেষ দিনে এসেই পাশার দান যেন পুরোপুরি উল্টে গেল। নিজেদের দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মত ভেঙে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান।
শেষ দিন চা বিরতির আগে টাইগারদের ইতিহাস গড়তে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রানের। পাকিস্তানকে প্রথম টেস্ট ম্যাচ হারানোর সুবর্ণ সুযোগটি আর হাতছাড়া করেনি মুশফিক-শান্তরা। লক্ষ্য তাড়া করে কোনো উইকেট না হারিয়ে ১০ উইকেটের সহজ জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
টেস্ট ক্রিকেটে ঐতিহাসিক এই জয়ের মধ্য দিয়ে ২ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
উল্লেখ্য, এর আগে ১৩টি ম্যাচে মুখোমুখি হয়েও এতদিন জয়হীন ছিল বাংলাদেশ। ১ টি ড্র ও বাকি ১২টি হারের মধ্যে ছয়টি টেস্ট হেরেছিল ইনিংস ব্যাবধানে। জয়ের অপূর্ণতার খাতা থেকে শূন্যতা আজ দূর হলো।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান প্রথম ইনিংস ৪৪৮/৬ ডিক্লে
(রিজওয়ান ১৭১, শাকিল ১৪১,আইয়ুব ৫৬, হাসান/২/৭০, শরিফুল ২/৭৭)
দ্বিতীয় ইনিংস ১৪৬/১০
(রিজওয়ান ৫১, শফিক ৩৭, মিরাজ ৪/২১, সাকিব ৩/৪৪)
বাংলাদেশ প্রথম ইনিংস ৫৬৫/১০
(মুশফিক ১৯১, সাদমান ৯৩, মিরাজ ৭৭, নাসিম ৩/৯৩, আফ্রিদি ২/৮৮)
টার্গেট ৩০ দ্বিতীয় ইনিংস ৬.৩ ওভার ৩০/০
(জাকির ১৫ ও সাদমান ৯)
ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৪/এমএস