হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলের কোপা আমেরিকার শিরোপা জেতানো কোচ তিতে। তার এই হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে অনেক প্রশ্ন জাগে। কি হলো তার? গুরুতর কিছু? তবে জানা গেছে অনিয়মিত হৃৎস্পন্দনের কারণে হাসপাতালে ভর্তি আছেন সাবেক ব্রাজিলিয়ান কোচ তিতে।
ব্রাজিলের দায়িত্ব ছেড়ে দিয়ে এখন তিনি বর্তমান সামলাচ্ছেন ব্রাজিলিয়ান লিগের ক্লাব ফ্ল্যামেঙ্গোর ডাগআউট। তবে তার ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন বর্তামন তার শারীরিক অবস্থা তুলনামূলক ভালো।
তিতের বর্তমান বয়স ৬৩। যিনি এর আগে ২০১৯ সালে ব্রাজিলকে কোপা আমেরিকা শিরোপা জিতিয়েছিলেন, এবং ২০২২ কাতার বিশ্বকাপেও ছিলেন ব্রাজিল দলের কোচ। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে ট্রাইবেকারে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিল বাদ পড়ার পর কোচিং এর দায়িত্ব থেকে সরে দাঁড়ান এই কোচ। ২০১৫-১৬ মৌসুমে শুরু করে ২০২২ মৌসুম শেষ দীর্ঘ ৭ বছরে কোচিং করিয়েছেন ব্রাজিলকে।
আরও পড়ুন:
» হৃদয়-সাকিবদের বিরুদ্ধে পাকিস্তান শাহিন্সের শক্তিশালী দল ঘোষণা
» পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস
তাকে দুই দিনের বিশ্রামের সুপারিশ সহ মুক্তি দেওয়ার কথা রয়েছে হাসপাতাল থেকে। তার বর্তমান ক্লাব তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বলেছে “কোচ তিতে যে চিকিৎসা নিয়েছেন তাতে ভালো ক্লিনিকাল অগ্রগতি হয়েছে। অ্যারিথমিয়া বিপরীত হয়েছে এবং হার্টের ছন্দ স্বাভাবিক হয়েছে।
এদিকে তার অনুপস্থিতিতে ব্রাগান্টিনোর বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন সহকারী কোচ ম্যাথিউস বাচি, যিনি তিতের ছেলে। ফ্ল্যামেঙ্গো বর্তমানে ৪১ পয়েন্ট নিয়ে লিগে চতুর্থ স্থানে রয়েছে, নেতা বোটাফোগো থেকে মাত্র পাঁচ পয়েন্ট পিছিয়ে।
ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৪/এএস/এজে