ক্রিকেটার সাকিবের পর এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের নামে হত্যা মামলা হয়েছে।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে হত্যাচেষ্টার এ মামলা দায়ের করেন।
পরে আদালত মামলার বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করতে আদেশ দেন।
আরও পড়ুন :
» এমন দুর্যোগ যেভাবে ছুঁয়ে গেল ক্রীড়াঙ্গণ
» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি টেস্ট জয় উৎসর্গ বাংলাদেশের
» লা লিগার ম্যাচসহ আজকের খেলা (২৬ আগস্ট ২৪)
মামলায় আরও যারা আসামি
কাজী সালাউদ্দিন ছাড়াও এই মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— শেখ সেলিম, ফজলে নূর তাপস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবের হোসেন চৌধুরী, মজিবুর রহমান নিক্সন চৌধুরী, সাঈদ খোকন, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়সহ ৫০ জন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনি প্রচারণায় বিএনপি কার্যালয়ের সামনে এক পথসভায় খালেদা জিয়া গাড়িবহরে হামলা হয়। তখন বহরের ১৪টি গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এছাড়া নেতাকর্মীদের মেরে আহত করা হয়।
অভিযোগে আরও বলা হয়, সেদিন আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও অঙ্গ সংগঠনের ৩০০ শাতাধিক নেতাকর্মী অস্ত্রসহ খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে হামলা করে।
ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৪/এসএ