রীতিমতো ইতিহাস গড়েই পাকিস্তানকে টেস্টে পরাজিত করেছে বাংলাদেশ। এর আগে ১৩ দফা মুখোমুখি হলেও জয়ের দেখা পায়নি টাইগাররা। বরং হারতে হয়েছিল ১২ ম্যাচে। এবার প্রথমবারের মতো বাংলাদেশের কাছে পরাজয়ের স্বাদ পেল পাকিস্তান। তাও আবার নিজেদের ঘরের মাঠে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।
নিজেদের হোম ভেন্যুতে বাংলাদেশের কাছে এমন লজ্জাজনক হার যেন মেনে নিতেই পারছেন না সাবেক তারকা পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি। পাকিস্তানের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়ার জন্য তিনি বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন। আর রীতিমতো ধুয়ে দিয়েছেন শান মাসুদ-বাবর আজমদের।
পেস বান্ধব উইকেট হওয়া সত্বেও রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিন অ্যাটাকের সামনে ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এতে ৩০ রানের ছোট লক্ষ্য পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে সহজেই ১০ উইকেটের বড় জয় পায় শান্ত বাহিনী। এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেটের ৪৪৮ রান করে পাকিস্তান ইনিংস ঘোষণা করলে বাংলাদেশ করেছিল ৫৬৫ রান।
পাকিস্তান নিজেদের ঘরের মাঠের কন্ডিশন সম্পর্কে সচেতন ছিল না উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শহীদ আফ্রিদি লিখেছেন, ‘১০ উইকেটের হার, এই ধরনের পিচ প্রস্তুতের সিদ্ধান্ত, চার জন পেস বোলার ব্যবহার এবং স্বীকৃত স্পিনার না রাখা নিয়ে প্রশ্ন তুলে দেয়। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব পরিষ্কার দেখা যাচ্ছে।
নিজেদের দলের সমালোচনা করার পাশাপাশি ভালো ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের কৃতিত্ব দিতে ভোলেননি সাবেক এই তারকা পাক ক্রিকেটার। তিনি আরও লেখেন, ‘একই সঙ্গে, টেস্টজুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে।’
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে এখন বাংলাদেশের লক্ষ্য সিরিজ নিশ্চিত করার। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা এই ম্যাচ গুলো উভয় দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। আগামী ৩০ আগস্ট রাওয়ালপিন্ডিতেই সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
আরও পড়ুন: পেসারদের টেস্টে পার্থক্য গড়ে দিলেন স্পিনাররাই
ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৪/এফএএস