Connect with us
ক্রিকেট

অধিনায়কত্বে বদল এনে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

পাকিস্তান নারী দল। ছবি- ক্রিকইনফো

বাংলাদেশের মাটিতে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ফাতিমা সানাকে অধিনায়ক করে এবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান নারী দলে খুব একটা পরিবর্তন বা চমক না আসলেও অধিনায়কত্বে এসেছে বদল। প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে কোন মেজর টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন ফাস্ট বোলার ফাতিমা সানা। তার অধীনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন টুর্নামেন্টে খেলবে পাকিস্তান।

আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। দশ দলের এই টুর্নামেন্ট হবে দুটি গ্রুপে ভাগ হয়ে। যেখানে পাকিস্তানের গ্রুপ-এ এর প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

এছাড়া গ্রুপ-বি তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এই টুর্নামেন্ট প্রথমে বাংলাদেশের মাটিতে হওয়ার থাকলেও সরকার পতনের পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কার কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্টের ভিন্ন পরিবর্তন করা হয়।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দল:

ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়না বেগ, গুল ফিরোজা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাশরা সান্ধু, নিদা দার, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল (ফিটনেস সাপেক্ষে), সিদরা আমিন, সৈয়দা আরুব শাহ, তুবা হাসান ও তাসমিয়া রুবাব।

রিজার্ভ: নাজিহা আলভি (উইকেটরক্ষক) এছড়া নন-ট্রাভেলিং রিজার্ভ: উম্মে-ই-হানি ও রামিন শামীম।

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এগিয়েছে বাংলাদেশের অবস্থান

ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট