নিজেদের টেস্ট ক্রিকেটের ২৫ বছরের ইতিহাসে গতকাল রাওয়ালপিন্ডিতে পাকবধের স্বাদ পেয়েছে বাংলাদেশ। মুশফিক-সাদমান-মিরাজ-সাকিবে ভর করে ঐতিহাসিক জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। ১০ উইকেটের জয়টি পাকিস্তানের বিপক্ষে তাও আবার তাদের মাঠে পাওয়া যেকোনো সংস্করণে বাংলাদেশের প্রথম। জয় নিয়ে মাঠ ছাড়বেন সেটা সকালেই নাকি অনুভব করছিলেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত।
রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিন শুরু হওয়ার আগ পর্যন্ত কাগজে কলমে ম্যাচটি ড্র হওয়ার পথেই ছিলো, প্রথম ইনিংসে দুই দিন ব্যাট করা পাকিস্তান সংগ্রহ করেছিলো ৪৪৮ রান, সেই পাকিস্তানকেই শেষ ইনিংসে মাত্র ১৪৬ রানে আটকে দেয় বাংলাদেশ দল।
গতকাল ২৬তম জন্মদিন ছিল বাংলাদেশি অধিনায়ক শান্তর। টেস্ট জয়ের পর তিনি বলেছেন, ‘এটা দারুণ অনুভূতি। আজকে (গতকাল) সকালে যখন মাঠে এসেছি, তখন থেকেই বিশ্বাস ছিল এই ম্যাচ আমরা জিততে পারব। কারণ আমরা তখন ৯৪ রানে এগিয়ে ছিলাম। স্পিনারদের জন্য পিচ কঠিন ছিল। পেসারদের বল বেশ উঁচু-নিচু হচ্ছিল। তখন আমাদের মধ্যে বিশ্বাস ছিল যদি সঠিক জায়গায় বল ফেলতে পারি তাহলে আমরা ম্যাচ জিততে পারব। এটাই ঘটেছে।’
আরও পড়ুন:
» কাঁদলেন সুজন, মনে করলেন ২১ বছর আগে স্মৃতি
» টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এগিয়েছে বাংলাদেশের অবস্থান
এক ম্যাচ জিতেই নিজেদের দমিয়ে রাখতে চান না, সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চান এই অধিনায়ক।
দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জয়ের কথা বলেছেন বাঁহাতি ব্যাটার, ‘পরবর্তী ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।এই ম্যাচ শেষ এবং আমরা খুব উপভোগ করেছি। পরের ম্যাচ কিভাবে জিতব সেটার জন্য প্রস্তুত হতে হবে। আমরা সবাই বিশ্বাস করি, পরের ম্যাচ আমরা জিততে পারব। এটা পুরোটাই প্রসেসের ব্যাপার। আমরা ম্যাচ জয়ের জন্য চিন্তা করছি না। আমরা কিভাবে প্রসেসের মধ্যে দিয়ে যাবো এবং সেশন বাই সেশন চিন্তা করছি। শান্ত থাকা এবং প্রতি সেশন নিয়ে চিন্তা করা গুরুত্বপূর্ণ।’
ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৪/এএস/এজে