সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। আজ (রবিবার) ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলের ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে লাল-সবুজের দল।
রবিবার (২৬ আগস্ট)নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত।
এদিন ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় বাংলাদেশ। ম্যাচের ৩৬তম মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে যায় তারা। তবে ভারত বাংলাদেশের চেয়ে বেশি আক্রমণ করেও ভালো ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
আরও পড়ুন:
» বন্যার্তদের সহায়তায় নিজের পুরস্কারের অর্থ দিয়ে দিলেন লিটন
» যে কারণে ভুটানের ক্লাবের হয়ে খেলা হলো না সাবিনার!
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ শুরু করে ভারত। তবে ম্যাচের ৬৫ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন বাংলাদেশের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ। গোলরক্ষক পরিবর্তনের কিছুক্ষণ পরেই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৭৫তম মিনিটে গেয়ারির গোলে সমতায় ফেরে ভারত।
পরবর্তীতে দুই পক্ষ থেকে বেশ কয়েকটি আক্রমণ হলেও আর জালে জড়ায়নি বল। ফলে নির্ধারিত সময় শেষে স্কোরলাইন দাঁড়ায় ১-১। এরপর বাইলজ অনুযায়ী সরাসরি টাইব্রেকারে গড়ায় ম্যাচটি।
টাইব্রেকারে বাংলাদেশের জয়ের নায়ক বনে যান শ্রাবণের বদল হিসেবে নামা আসিফ। পেনাল্টি শুটআউটে ভারতের দুইটি শট ঠেকিয়ে দেন তিনি। আর বাংলাদেশ চারটি শট নিয়ে সবগুলোতেই গোল দিয়ে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে।
এদিকে গতকাল (২৫ আগস্ট) প্রথম সেমিফাইনালে ভুটানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক নেপাল। আগামী বুধবার (২৮ আগস্ট) ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৪/বিটি