প্রথমবারের মতো ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু টাইগ্রেসদের সেই স্বপ্ন এবার পূরণ হচ্ছে না। আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসার কথা থাকলেও, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে টুর্নামেন্টটি সরিয়ে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হবে এই মেগা টুর্নামেন্টটি।
আগামী ৩-২০ অক্টোবর অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো। আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে গ্রুপ বি-তে। এই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
সোমবার (২৬ আগস্ট) এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর একদিন বিরতি দিয়ে ৫ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা।
আরও পড়ুন:
» নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ করলো আইসিসি
» আইসিসি থেকে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
এরপর ১০ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ গত আসরের রানার্সআপ ওয়েস্ট ইন্ডিজ। ১২ অক্টোবর গ্রুপপর্বের চতুর্থ ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।
গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষে শীর্ষ দুইয়ে থাকলে সেমিফাইনাল খেলার সুযোগ পাবে বাংলাদেশ। শীর্ষ দুইয়ে জায়গা না হলে গ্রুপপর্ব শেষেই বিদায় নিতে হবে।
একনজরে বাংলাদেশের ম্যাচের সময়সূচি
দিন ও তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
৩ অক্টোবর, বৃহস্পতিবার | বাংলাদেশ বনাম স্কটল্যান্ড, | শারজাহ | দুপুর ২টা |
৫ অক্টোবর, শনিবার | বাংলাদেশ বনাম ইংল্যান্ড | শারজাহ | দুপুর ২টা |
১০ অক্টোবর, বৃহস্পতিবার | বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ | শারজাহ | সন্ধ্যা ৬টা |
১২ অক্টোবর, শনিবার | বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা | দুবাই | সন্ধ্যা ৬টা |
ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৪/বিটি