ক্যারিয়ার জুড়ে রেকর্ড এর কমতি নেই রোনালদোর, যেখানেই খেলেছেন গড়েছেন অবিশ্বাস্য রেকর্ড। এর বিনিময়ে পেয়েছেন ব্যক্তিগত পুরস্কার ও সম্মাননা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে তার থেকে সফল প্লেয়ার নেই বললেও কারো আপত্তি থাকার কথা না। এবার পেতে যাচ্ছেন তারই স্বীকৃতি হিসাবে বিশেষ সম্মাননা। চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সেরা স্কোরার হওয়ায় তাকে বিশেষ সম্মাননা দেবে বলে জানিয়েছে উয়েফা।
বিশেষ এই পুরস্কারের কথা উয়েফা গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। সর্বোচ্চ গোল করায় তাকে এই সম্মাননা দেওয়া হবে, তিনি চ্যাম্পিয়নস লিগে ১৮৩টি ম্যাচে ১৪০টি গোল করেছেন। মোট পাঁচটি দলের হয়ে, স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাসের জার্সি গায়ে জড়িয়ে খেলেছেন তিনি।
একই বিবৃতিতে জানা যায়, এবছরের চ্যাম্পিয়নসন লিগের ড্র কবে অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার মোনাকোতে অনুষ্ঠিত হবে নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র। প্রথমবারের মতো এবার ৩৬ দল নিয়ে হবে এই আসর। একই অনুষ্ঠানে, লিগ পর্বের ড্র’র পরপরই সম্মানিত করা হবে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগীজ তারকাকে।
আরও পড়ুন:
» ফ্রি কিক থেকে রোনালদোর গোল, বড় জয় পেল আল নাসর
» মার্টিনেজের বেশে বাংলাদেশের জয়ের নায়ক আসিফ (ভিডিও)
এই ফুটবল তারকাকে পুরস্কৃত করার প্রসঙ্গে উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন এক বিবৃতিতে বলেছেন, “উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক্ষত্রমণ্ডলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতিযোগিতায় তার অসাধারণ গোলগুলো সময়ের পরীক্ষায় দাঁড়ানোর জন্য নির্ধারিত বলে মনে হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে অতিক্রম করার জন্য একটি অসাধারণ চ্যালেঞ্জ তৈরি করেছে।”
চ্যাম্পিয়নস লিগে রোনালদোর যাত্রা শুরু হয় ২০০২ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে, সেই বছরই প্রথম গোল করেন এই তারকা। বাছাইপর্বে একটি গোল করে শুরু হয় তার যাত্রা। এরপর ২০০৩ সালে পর্তুগাল থেকে পাড়ি জমান ইংল্যান্ডে। যোগ দেন জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে অবশ্য গোলের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ চার বছর।
২০০৭ সালে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে গোল পান। পরের বছর ইউনাইটেডে এই শিরোপা জয়ের স্বাদও পান তিনি, সেবারই প্রথম জেতেন ব্যালন-ডিঅর।
রোনালদো সবমিলিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। একটি ইউনাইটেড এবং বাকি চারটি পেয়েছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগে জিতে নেওয়ার পর এক বছর বিরতির পর ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে জিতে নেন টানা তিনবার।
গোল করার ক্ষেত্রে পিছনে ফেলেছেন তার চির প্রতিদ্বন্দ্বী লিওনের মেসিকে। মেসির থেকে ১১ গোল বেশি করেছেন এই তারকা, মেসি ১৬৩ ম্যাচে করেছিলেন ১২৯ গোল। তবে ফাইনালে গোলের রেকর্ড তার, তিনি ফাইনালে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড করেছেন ৪টি গোল করার মাধ্যমে।
ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৪/এএস/এজে