ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (২৮ আগস্ট) স্বাগতিক নেপালের বিপক্ষে ফাইনাল খেলতে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
নেপালের কাঠমান্ডুর এএনএফএ কমপ্লেক্সে বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৫ মিনিটে মাঠে গড়ায় ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন মিরাজুল ইসলাম। ৪৬ মিনিটে ফ্রিকিক থেকে বল জালে পাঠিয়ে বাংলাদেশ এগিয়ে নেন মিরাজুল ইসলাম। এরপর বিরতি যায় দুদল।
খেলা দেখুন সরাসরি…
এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছিল জামাল ভূঁইয়া দের উত্তরসূরিরা। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় তারা। এর ফলে গ্রুপ এ-এর রানার্সআপ দল হিসেবে সেমিফাইনালে পা রাখে মারুফুল হকের শিষ্যরা।
আরও পড়ুন:
» বাংলাদেশের ইতিহাস গড়া জয়, এবার মন্তব্য করলেন ইমরান খান
» রোনালদোকে বিশেষ সম্মাননা দেবে উয়েফা, নেপথ্যে যে কীর্তি
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। গত আসরের ফাইনালে ভারতের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল যুবাদের। তবে এবার ভারতকে সেমিফাইনাল থেকেই বিদায় করে দিয়েছে বাংলাদেশ। সেমিফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের দল।
এদিকে, টুর্নামেন্টের আরেক ফাইনালিস্ট নেপাল এখনো অপরাজিত। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ১-০ গোলে, বাংলাদেশকে ২-১ গোলে এবং সেমিফাইনালে ভুটানকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে স্বাগতিকরা।
ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৪/এজে