গতমাসে শেষ হওয়া কোপা আমেরিকায় সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হেরে বিদায় নেয় উরুগুয়ে। তবে সেই ম্যাচের ফলাফলের থেকে ম্যাচ পরবর্তী দ্বন্দ্ব বেশি আলোচিত ঘটনা। ম্যাচ হারার পর দর্শকের সাথে একপ্রকার মারামারিতে লিপ্ত হন উরুগুয়ের খেলোয়াড়েরা। তারই প্রেক্ষিতে এবার কনমেবল আর্থিক জরিমানা এবং ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছ উরুগুয়ের খেলোয়াড়দের।
কোপা আমেরিকা শেষ হয়েছে দেড় মাসেরর বেশি সময়। তবে উরুগুয়ের ফুটবলারদের সেই কাণ্ডের পর তদন্ত শুরু করেছিল কনমেবল। দীর্ঘ দেড় মাস তদন্ত চলার পর কনমেবল আর্থিক জরিমানা এবং ম্যাচ নিষেধাজ্ঞার কথা জানায়। মারামারিতে একপর্যায়ে মাথায় আঘাতও পান উরুগুয়ের তরুণ ফুটবলার ডারউইন নুনেজ।
কোপার সেই কাণ্ডের জন্য লিভারপুলের স্ট্রাইকারকে পাঁচ ম্যাচ, সতীর্থ টটেনহ্যামের মিডফিল্ডার রদ্রিগো বেন্তানকুরকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমেনেস ও ম্যাথিয়াস অলিভেরাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পরবর্তী জাতীয় দলের হয়ে ম্যাচে দেখা যাবে না এই শাস্তি পাওয়া খেলোয়াড়দের।
আরও পড়ুন:
» নতুন সভাপতির নেতৃত্বে প্রথম বোর্ড সভা, আসতে পারে যেসব সিদ্ধান্ত
» সাকিবকে গ্রেপ্তারের পক্ষে নন নিপীড়িত ফুটবলার আমিনুল
শুধু ম্যাচে নিষেধাজ্ঞা নয়, এর সাথে বড় অঙ্কের আার্থিক জরিমানা গুনতে হয়েেছে তাদের। নুনেজকে সর্বোচ্চ ২০ হাজার ডলার, বেন্তানকুরকে ১৬ হাজার ডলার এবং আরাউহো, অলিভেরা ও হিমেনেসকে ১২ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। এমনকি উরুগুয়ে ফুটবল অ্যাসসিয়েশনকেও ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে, কনমেবল এর পক্ষ থেকে। মারামারিতে জড়ানোয় শাস্তি পেয়েছেন মোট ১১ জন ফুটবলার।
গত মাসে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকার অন্যতম সেরা দল হিসাবে অংশগ্রহণ করেছিলো উরুগুয়ে। ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া ও উরুগুয়ে। সেই ম্যাচে ১-০ গোলে হেরে আসর থেকে বিদায় নেয় ফেবারিট উরুগুয়ে। মানসিকভাবে বিরক্ত থাকা উরুগুয়ের ফুটবলাররা ডাগআউটে যাওয়ার সময় দর্শকের কটুক্তি সহ্য না করতে পেরে গ্যালারির দিকে তেড়ে যান উরুগুয়ের বেশ কয়েকজন ফুটবলার। এরপর প্রতিপক্ষের দর্শকদের সঙ্গে হাতাহাতিতে জড়ান উরুগুয়ের বেশকিছু ফুটবলার।
আগামী দুই মাসে বিশ্বকাপ বাছাইপর্বের বেশিকিছু ম্যাচ রয়েছে উরুগুয়ের। সেই ম্যাচে নুনেজ, বেন্তানকুর, হিমেনেসদের সার্ভিস পাবেন না উরুগুয়ের কোচ বিয়েলসা। দলের নিয়মিত খেলোয়াড়দের এতো দীর্ঘ সময় দলের বাইরে থাকাটা উরুগুয়ের জন্য মোটেই সুখকর নয়।
ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৪/এএস/এজে