দীর্ঘ দিন ধরে দলের বাইরে আছেন মেসি, বাদ পড়েছেন আগামী মাসের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকেও। কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়া বিপক্ষে পায়ের চোট মিয়ে মাঠ ছাড়েন তিনি, এর পর দীর্ঘ ৪৫ দিন পর অনুশীলনে ফিরলেন এই আর্জেন্টাইন তারকা।
মেসি অনুশীলনে ফিরতে পারেন এমন সংবাদ পাওয়ার পর থেকে অনুশীলন মাঠে দর্শকের ভিড় জমে। মেসিকে দেখে স্বস্তিতে মেসি এবং ইন্টার মায়ামির ভক্তরা। মেসিকে দেখে হাসি ফোটে তাদের মুখে। চিৎকার করে হাততালি দেন তারা। যদিও বেশিক্ষণ অনুশীলন করেননি মেসি।
তাকে দেখে বোঝা যাচ্ছে, এখনই পায়ে বেশি জোর দিতে চাইছেন না তিনি। ধীরে ধীরে পরিশ্রম বাড়াবেন। চোটে পড়ার পর অন্তত দুই মাসের জন্য মাঠের বাইরে থাকবেন অন্তত এমন ঘোষণা আসে। তবে মাত্র দেড় মাসেই মাঠে ফিরতে পেরেছেন এই তারকা।
আরও পড়ুন:
» বীরের বেশে দেশে ফিরলো সাফজয়ী যুবারা, পেল উষ্ণ অভিনন্দন
» বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তান দলে আছেন যারা
অনুশীলনে ফিরলেও পুরো ম্যাচ খেলবেন কবে এটা নিয়ে এখনো সংশয় রয়েছে। শনিবার ১ সেপ্টেম্বর এমএলএস এর ম্যাচে মেসির ইন্টার মায়ামি মাঠে নামবে। সিকাগোর বিপক্ষে এই ম্যাচে মেসিকে দেখার কোন সম্ভাবনা নেই। তবে মেসি দলের বাইরে থাকার পরও ৪ ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।
ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৪/এএস/এজে