Connect with us
ক্রিকেট

দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত

Pak vs Ban 2nd Test
পরিত্যক্ত হলো দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। ছবি - সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে আজ শুক্রবার দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা থাকলেও প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় দুপুর ১২ টা পর্যন্ত টানা বৃষ্টির কারণে এমন সিদ্ধান্ত নেয় আম্পায়াররা। ২ ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

এমনকি দ্বিতীয় ম্যাচের টস করাও সম্ভব হয়নি। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়ায়। পাকিস্তানের স্থানীয় সময় ১২ টার পরে প্রৎম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেখানকার পূর্বাভাস মতে আজ রাওয়ালপিন্ডিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ২৫ দশমিক ৪ মিলিমিটার।

তার উপর কিছু দিন ধরেই রাওয়ালপিন্ডিতে বৈরি আবহাওয়া বিরাজ করছে। এমনকি আগামী চার দিনেও কম বেশি বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা আছে। আজ সেখানে বাতাসে আদ্রতা তাকতে পারে ৭৯ শতাংশ আর বৃষ্টিপাতের সম্ভাবনা ৮০ শতাংশ। পাশাপাশি উত্তর-পূর্ব দিক থেকে বাতাসের বেগ থাকতে পারে ১১ কিলোমিটার।

আবহাওয়ার পূর্বাভাস মতে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্ট ড্রয়ের দিকে আগাতে পারে। তবে এতে বেশ খুশিই হওয়ার কথা টাইগার শিবিরের। কেননা সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ তে এগিয়ে তারা। দ্বিতীয় টেস্ট ড্র হলেই সিরিজ জিতে ইতিহাস গড়বে বাংলাদেশ। তার উপর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ হওয়ায় সিরিজটি দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ।

তনে প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে দুই দলেরই পয়েন্ট কাঁটা গেছে। প্রথম টেস্টে নির্দিষ্ট সময়ের চেয়ে ৩ ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশ ৩ পয়েন্ট হারিয়েছে। পাশাপাশি দলের প্রতিটি সদস্য ১৫ শতাংশ করে ম্যাচ ফি জরিমানা গুনেছে।

আর পাকিস্তান ৬ ওভার পিছিয়ে থাকায় তাদের ৬ পয়েন্ট হারাতে হয়েছে। পাশাপাশি ৩০ শতাংশ ম্যাচ ফি গুনেছে প্রতিটি সদস্য।

পাকিস্তান সিরিজ শেষে টাইগারদের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরজ রয়েছে।

ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট