লা লিগার চলতি মৌসুম মোটেও ভালোভাবে শুরু হলো না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। গতকাল রাতে লাস পালমাসের বিপক্ষেও জয়হীন ছিল দলটি। বেঁচে গেছে হারের দ্বারপ্রান্তে থেকে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় এমবাপ্পে-ভিনিসিয়াসদের।
গতকাল বৃহস্পতিবার রাতে গ্র্যান কানারিয়া স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে রুখে দেয় লাস পালমাস। এদিন ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পালমাস। স্বাগতিকদের হয়ে গোল করেন স্প্যানিশ ফুটবলার আলমার্তো মোলেইরো। এরপর দ্বিতীয়ার্ধে স্পট কিক থেকে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র।
এদিন ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ডি বক্সের বাইরে সতীর্থের থেকে বল পেয়ে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতরে প্রবেশ করেন মোলেইরো। জায়গা বের করে অনেকটা অপ্রত্যাশিত ভাবেই দারুন এক শটে বল জালে জড়ান তিনি।
গোল হজম করে শোধ দেওয়ার তাড়নায় একের পর এক আক্রমণ তৈরি করে রিয়াল মাদ্রিদ। তবে প্রতিবার তাদের আক্রমণ প্রতিহত হয় প্রতিপক্ষের রক্ষণ কিংবা গোলরক্ষকের হাতে। প্রথমার্ধে কোন প্রকার সফলতার দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। এতে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে আরো কঠিন আক্রমণ গড়ে তোলে রিয়াল মাদ্রিদ। তবে কখনো কাঙ্ক্ষিত গোল খুঁজে পাচ্ছিল না স্প্যানিশ জয়ান্টরা। তবে এক আক্রমণে ডি বক্সের মধ্যে প্রতিপক্ষ ফুটবলারের হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি নিতে আসেন ভিনিসিয়াস জুনিয়র।
স্পট কিক থেকে ম্যাচের সমতা ফেরাতে কোন প্রকার ভুল করেননি এই তারকা ফুটবলার। ম্যাচের ৬৯ তম মিনিটে আসে এই গোল। তারপর আরো একাধিক আক্রমণের চেষ্টা চালায় মাদ্রিদ। যদিও শেষ পর্যন্ত আর কোন সফলতা পায়নি তারা। উল্টো শেষ মুহূর্তে গোল হজম করে বসেছিল রিয়াল, তবে তা কাঁটা পড়ে অফসাইডে।
স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে মাত্র এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে রিয়াল। অপরদিকে তিন ম্যাচের সবকটিতে জিতে টুর্নামেন্টে শীর্ষ রয়েছে বার্সেলোনা। আর লাস পালমাস আছে তালিকার ১৬তম স্থানে।
আরও পড়ুন: বিসিবিতে দুর্নীতি হওয়ার বিষয় স্বীকার করেছেন নতুন সভাপতি
ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৪/এফএএস