চলতি মাসেই পর্দা উঠছে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের। টুর্নামেন্টটির ১১তম আসরটি আয়োজিত হতে যাচ্ছে কলম্বিয়ার মাটিতে। আসন্ন এই টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করবে।
এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো ৬টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। যেখানে গ্রুপ বি-তে রয়েছে ব্রাজিল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ফ্রান্স, কানাডা ও ফিজি।
ব্রাজিলের চিরশত্রু আর্জেন্টিনা রয়েছে গ্রুপ এফ-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেদারল্যান্ডস, কোস্টারিকা ও দক্ষিণ কোরিয়া।
স্বাগতিক কলম্বিয়া রয়েছে গ্রুপ এ-তে। এছাড়া গত আসরের চ্যাম্পিয়ন স্পেন গ্রুপ সি-তে এবং গ্রুপ ই-তে খেলবে গত আসরের রানার্সআপ জাপান। এছাড়া আসরের দুই সফলতম দল যুক্তরাষ্ট্র ও জার্মানি যথাক্রমে গ্রুপ সি ও গ্রুপ ডি-তে খেলবে। এ পর্যন্ত সমান ৩টি করে শিরোপা জিতেছে এই দুই দল।
আরও পড়ুন:
» রিয়াল মাদ্রিদের জার্সিতে শুরুটা আশানুরূপ হলো না এমবাপ্পের
» ফ্রেঞ্চ ওপেনের নতুন রাজা আলকারাজের এমন বিদায়!
আগামীকাল (৩১ আগস্ট) দিবাগত রাত ২টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে ফ্রান্স। আগামী ২৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামবে।
ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ৬ গ্রুপ:
গ্রুপ এ: কলম্বিয়া, মেক্সিকো, অস্ট্রেলিয়া, ক্যামেরুন।
গ্রুপ বি: ব্রাজিল, ফ্রান্স, কানাডা, ফুজি।
গ্রুপ সি: স্পেন, যুক্তরাষ্ট্র, মরক্কো, প্যারাগুয়ে।
গ্রুপ ডি: জার্মানি, উত্তর কোরিয়া, নাইজেরিয়া, ভেনেজুয়েলা
গ্রুপ ই: জাপান, নিউজিল্যান্ড, ঘানা, অস্ট্রিয়া
গ্রুপ এফ: আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, কোস্টারিকা
উল্লেখ্য, এই টুর্নামেন্টে এখনো ফাইনালে উঠতে পারেনি ব্রাজিল-আর্জেন্টিনা। সবশেষ আসরসহ মোট ৪ বার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। কিন্তু এখনো সেমিফাইনালেও খেলার সৌভাগ্য হয়নি আর্জেন্টিনার।
ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৪/বিটি/এজে