পাকিস্তানের লাহোরে অবস্থিত গাদ্দাফি স্টেডিয়ামের নাম শোনেনি এমন ক্রিকেট ভক্ত খুব কমই আছে। বিখ্যাত এই স্টেডিয়ামের নামকরণের স্বত্ত্ব পাঁচ বছরের জন্য বিক্রি করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে দ্রুতই স্টেডিয়ামটির নাম বদলে যাওয়ার দ্বারপ্রান্তে।
এমনটাই জানিয়েছে দেশটির ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান। তাদের তথ্য অনুযায়ী, ঐতিহাসিক স্টেডিয়ামটির নামকরণের স্বত্ত্ব আগামী পাঁচ বছরের জন্য কিনে নিয়েছে পাঞ্জাব ভিত্তিক একটি ব্যাংক। পাঁচ বছরের এই চুক্তিতে পিসিবির আয় হবে ১০০ কোটি পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৩ কোটি টাকা।
তবে স্টেডিয়াম নামকরণের স্বত্ত্ব বিক্রি করা পিসিবির জন্য এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালেও পাঁচ বছরের চুক্তিতে করাচির ন্যাশনাল স্টেডিয়ামের নামকরণ স্বত্ত্ব বিক্রি করে দেয় পিসিবি।
তবে এবার কিছুটা আর্থিক চাপের কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে। আগামী বছর দেশটিতে বসতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এজন্য লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামগুলোয়া সংস্কার কাজ শুরু করেছে পিসিবি যেখানে কোটি কোটি রুপি খরচ করতে হবে তাদের।
এই সংস্কারের কাজেই নামকরণ স্বত্ত্ব বিক্রি করা অর্থের একটি অংশ ব্যয় করবে পিসিবি। তাই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। ৮ দলের টুর্নামেন্টটি আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে আর ফাইনাল হবে ০৯ মার্চ।
ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট৪/এমএস