বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর আজ দ্বিতীয় দিনে মাঠে গড়িয়েছে খেলা। রাওয়ালপিন্ডিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে সফরকারীরা। মিরাজের ও তাসকিনদের আগুন ঝরানো বোলিংয়ে পুরো দিন খেলার আগেই স্বাগতিকদের অলআউট করে দিয়েছে টাইগাররা।
প্রথম ইনিংসে ৮৫.১ ওভার ব্যাট করে ২৭৪ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ ৫টি উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ৩টি এবং সাকিব আল হাসান ও নাহিদ রানা ১টি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন:
» মুশফিকের মতো নিবেদিত ক্রিকেটার আগে দেখেননি হাথুরু
» আইপিএলের দুই নিয়ম নিয়ে পর্যালোচনায় বিসিসিআই
এদিন রাওয়ালপিন্ডিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। প্রথম ওভারেই আব্দুল্লাহ শফিকের উইকেট তুলে নেন দীর্ঘ এক বছর পর আন্তর্জাতিক টেস্টে ফেরা তাসকিন আহমেদ। পরবর্তী সাইম আইয়ুব ও অধিনায়ক শান মাসুদের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।
লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের প্রাপ্তি ছিল কেবল শুরুর এক উইকেট। সাইম ও মাসুদের ৯৯ রানের জুটি অক্ষত রেখেই প্রথম সেশন শেষ করে স্বাগতিকরা। তবে লাঞ্চের পরেই বাংলাদেশের হয়ে দ্বিতীয় আঘাত হানেন মিরাজ। শান মাসুদকে ফিরিয়ে ১০৭ রানের জুটি ভাঙেন এই স্পিনার। প্যাভিলিয়নে ফেরার আগে ৫৭ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন পাকিস্তান কাপ্তান।
এই জুটি ভাঙার পর আর বড় কোনো জুটি গড়তে পারেনি স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। দলীয় ১২২ রানে আবারও আঘাত হানেন মিরাজ। এবার তার শিকার সাইম আইয়ুব। আউট হওয়ার আগে ৫৮ রান করেন এই ওপেনার।
এরপর ইনিংস লম্বা করতে পারেননি সৌদ শাকিল, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। শাকিল ১৬, বাবর ৩১ এবং রিজওয়ান ২৯ রান করে আউট হন। মিডল অর্ডার ব্যর্থ হওয়ার পর বোলারদের নিয়ে ছোট ছোট জুটি করে এগোতে থাকে আগা সালমান। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতকও। কিন্তু ৫৪ রান করেই তাসকিনের শিকার হয়ে ফিরে যান এই ব্যাটার। শেষ পর্যন্ত ২৭৪ রান তুলে গুটিয়ে যায় পাকিস্তান।
শেষদিকে ২ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ১০ রান তুলেছে বাংলাদেশ। সাদমান ইসলাম ৬ রান এবং জাকির এখনো রানের খাতা খুলতে পারেননি। আগামীকাল (রবিবার) তৃতীয় দিনের খেলা শুরু করবেন এই দুই ওপেনার।
ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৪/বিটি/এজে