অসাধারণ একটি রাত অতিবাহিত করেছে বার্সেলোনা। রেয়াল ভালাদোলিদের বিপক্ষে লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নেমেছিল কাতলানরা। যেখানে গোটা ম্যাচে আক্রমণের বন্যায় প্রতিপক্ষকে রীতিমতো বিধ্বস্ত করে ছেড়েছে বার্সা। এদিন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনহা।
গতকাল শুক্রবার (৩১ আগস্ট) লা লিগায় রেয়াল ভালাদোলিদকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল বার্সেলোনা। এদিন রাফিনহা ছাড়াও প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ছিলেন রবার্ট লেভান্ডফস্কি, জুলেস কুন্দে, দানি ওলমো ও ফেরেন টোরেস।
এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচের ২০তম মিনিটে দলকে লিড এনে দেন রাফিনহা। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের কাছে পেয়ে এগিয়ে যান তিনি প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়ে পরাস্ত করেন নিখুঁত শটে।
এর ৪ মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করেন লেভান্ডফস্কি। আগের গোলের অনুরূপ মাঝ মাঠ থেকে লামিনে ইয়ামালের লম্বা করে বাড়ানো বল বক্সের কাছে পেয়ে যান এই পোলিশ ফুটবলার। গতিতে রক্ষণভাগকে পেছনে ফেলে প্রতিপক্ষের গোরক্ষককে পরাস্ত করেন লেভান্ডফস্কি।
এরপর প্রথমার্ধের যোগ করার সময়ে কর্নার থেকে বক্সের মধ্যে বল পেয়ে যান জুলেস কুন্দে। জটলা থেকে বল পেয়ে জালে জড়ান। বিরতি থেকে ফিরে দ্বিতীয় আর্ধেও গোল স্কোরিংয়ের সূচনা করেন রাফিনহা। ম্যাচের ৬৪তম মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে উভয়দলের ফুটবলারদের জটলার মধ্য থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
এর ৮ মিনিট পরেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন রাফিনহা। সতীর্থের বাড়ানো দারুন বল বক্সের মধ্যে পেয়ে যান তিনি। প্রতিপক্ষ গোরক্ষকের দুপায়ের মাঝখান দিয়ে টার্গেট করে বল জালে জড়ান রাফিনহা। বার্সেলোনার হয়ে ষষ্ঠ গোল করেন দানি ওলমো। একাই বক্সের মধ্যে বল নিয়ে গিয়ে একাধিক ডিফেন্ডারকে পরাস্ত করে দারুণ শটে লক্ষ্যভেদ করেন তিনি।
ম্যাচে কাতালানদের হয়ে শেষ গোল করেন ফেরেন টোরেস। মাঠের বাঁ প্রান্ত থেকে সতীর্থের জোরালো মাইনাস সরাসরি বক্সের মধ্যে পেয়ে, ওয়ান টাচ শটে জালে জড়ান তিনি। এতে করে শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। তবে ম্যাচে একাধিক অ্যাসিস্ট করলেও গোল না পাওয়ার আক্ষেপ থাকতেই পারে লামিনে ইয়ামালের।
আরও পড়ুন: নান্নু চান, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকুক হাথুরুসিংহে
ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৪/এফএএস