যে কোন স্পোর্টসে সেলিব্রেশন একটা অবিচ্ছেদ্য অংশ, কোনো স্পেশাল মুহূর্তে, নিজের অর্জনকে উপভোগ করার জন্য বিংবা জয়ের আনন্দে সব খেলাতেই দেখা যায় সেলিব্রেশন। ভিন্ন ভিন্ন অঙ্গভঙ্গি, নাচ এমনকি সৃষ্টি কর্তার প্রতি আনুগত্য সুলভ আচরণের মাধ্যমেও করা হয়ে থাকে সেলিব্রেশন। তবে ভিন্ন ধরনের এক সেলিব্রেশন করে ভাইরাল ক্যারিবিয়ান নারী ক্রিকেটাররা।
উইমেন ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ (ডব্লুসিপিএলের) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শুক্রবার ৩০ আগস্ট। ওই দিন ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচেই বার্বাডোস রয়্যালসের ক্রিকেটার আলিয়া অ্যালিনে নজর কেড়েছেন সকলের।
ক্রিড়া জগতে সব থেকে জনপ্রিয় সেলিব্রেশনগুলোর মধ্যে আছে রোনালদোর সিউ, মেসির দুহাত আকাশের দিকে তুলে করা সেলিব্রেশন, ব্রাজিলিয়ানদের সাম্বা ডান্স। শুধু ফুটবলেই নয়, ক্রিকেটেও দেখা যায় বিভিন্ন প্রকার সেলিব্রেশন, যেমন বাংলাদেশি ক্রিকেটার ইবাদত হোসেন এর স্যালিউট, পাকিস্তানের শহীদ আফ্রিদির সেলিব্রেশন আবার দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের পাগলা দৌড়। সব কিছু ঝাপিয়ে বর্তমান নতুন ধরনের সেলিব্রেশনে ভাইরাল ক্যারিবিয়ান নারী ক্রিকেটাররা।
আরও পড়ুন:
» ভারতীয় কিংবদন্তির ছেলে জায়গা পেলেন অনূর্ধ্ব-১৯ দলে
» বাংলাদেশ ও রিয়ালের ম্যাচসহ আজকের খেলা (১ সেপ্টেম্বর ২৪)
উইকেট নেওয়ার পরে অভিনব কায়দায় সেলিব্রেশন নজর কেড়ে নিয়েছে সকলের। ঘটনাটি ঘটেছে ফাইনাল ম্যাচের ১২ তম ওভারে। জানিলিয়া গ্লাসগোর উইকেট নেওয়ার পরে এই বিরল সেলিব্রেশন করতে দেখা যায় আলিয়াকে। দুরন্ত একটি ক্যাচ তালুবন্দি করেন আমান্দা জেড ওয়েলিংটন। এরপরেই আলিয়া অ্যালিনে ছুটে যান তার সতীর্থ আমান্দার কাছে।
What a TOPCO Celebration from the @BarbadosRoyals in the Massy WCPL Final at the Brian Lara Cricket Academy.#TopcoCelebration #WCPL #WCPL24 #BRvTKR #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/EoM1soMU1d
— CPL T20 (@CPL) August 29, 2024
এরপরই আনন্দের চোটে মাঠেই শুয়ে পড়েন তারা সকলে। সেখানেই তারা শুয়ে অনেকটা সাঁতার কাটার মতন করে একে অপরের দিকে এগিয়ে গিয়ে সেলিব্রেট করতে শুরু করেন। এরপর মাঠে বুক দিয়ে শুয়েই তারা একে অপরের অন্যদিকে সাঁতারের মতন কেটে চলে যায়। এরপর মাঠে তারা স্পিন করতে থাকেন। পরে উঠে দাঁড়িয়েও তারা একটা স্পিন করে উদযাপন শেষ করেন। প্রসঙ্গত ফাইনালে এদিন মুখোমুখি হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স এবং বার্বাডোস রয়্যালস।
এই নিয়ে বার্বাডোস রয়্যালস পরপর দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো, গতবারের চ্যাম্পিয়ন সফলভাবে তাদের শিরোপা ধরে রাখতে পেরেছে এই মৌসুমেও।
ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৪/এএস/এজে