ফিফার নিষেধাজ্ঞার মুখে বাফুফেতে এখন অতীত সম্পাদক আবু নাঈম সোহাগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এমন কালো দাগে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দেশের ফুটবল পাড়ায়।
এদিকে বাফুফে এখন সাধারণ সম্পাদক শূন্য। সভাপতির পর গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর এ পদে দ্রুতই নতুন কাউকে বেছে নিতে হবে।
এমন অবস্থায় ফেডারেশন আজ সোমবার (১৭ এপ্রিল) বিকেলে নির্বাহী কমিটির সভা ডেকেছে। এ সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হবে। একইসঙ্গে অর্থ কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত সোহাগের নিষেধাজ্ঞা রিপোর্টে সংশ্লিষ্ট বিষয়ে একটি তদন্ত কমিটি করারও সিদ্ধান্ত আসতে পারে।
অপরদিকে গত ১৫ এপ্রিল বাফুফে ভবন থেকে সোহাগের নামফলক সরিয়ে ফেলা হয়েছে। এবার কে হচ্ছেন নতুন সম্পাদক; এ নিয়ে চলছে গুঞ্জন।
শুনা যাচ্ছে, এ পদের অন্যতম দাবীদার সিএফও আবু হোসেন। এছাড়া বাফুফের কম্পিটেশন বিভাগ প্রধান জাবের বিন তাহের আনসারি। এ তালিকায় আছেন সভাপতির ব্যক্তিগত সহকারী ইমরান হোসেনও। এছাড়াও গুঞ্জন আছে একাধিক আগ্রহী প্রার্থীর নামে।
প্রসঙ্গত, আর্থিক অনিয়ম লুকাতে মিথ্যা তথ্য দেয়াওয়ার অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।
সেই সাথে ১০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১২ লাখ টাকা) জরিমানাও করা হয়। গত ১৪ এপ্রিল থেকে এই শাস্তি কার্যকর হয়।
আগামী দুই বছর আবু নাঈম সোহাগ ফুটবল বিষয়ক কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
আরও পড়ুন: লিটনহীন কলকাতার টানা দ্বিতীয় হার
ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৩/এসএ