কোপা আমেরিকা জয়ের রাতে ফাইনালেই ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। এখনও মাঠের বাইরে রয়েছেন এই আর্জেন্টাইন ফুটবলার। তবে মেসির অভাব তার কাপ ইন্টার মায়ামি বেশ কিছু ম্যাচে টের পেলেও মেজর লিগ সকারে (এমএলএস) দারুণ খেলছে তারা।
গতকাল সোলজার ফিল্ড স্টেডিয়ামে শিকাগোকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মেসির দল। এদিন জয়ের রাতে মায়ামির হয়ে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। এছাড়া একটা গোল করেন রবার্ট টেইলর, আরেকটি গোল আসে তোবিয়াস স্যালকুইস্টের পা থেকে আত্মঘাতী হিসেবে।
এদিন ম্যাচের শুরু থেকে বল দখলে নিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করে মায়ামি। আক্রমণের এক পর্যায়ে ম্যাচের ২৫তম মিনিটে আত্মঘাতী গোল থেকে এগিয়ে যায় তারা। লুইস সুয়ারেজের নেওয়ার শট প্রতিপক্ষ গোলকিপার ঠেকিয়ে দিলে, ফিরতি বল ডিফেন্ডার স্যালকুইস্টের মুখে লেগে জড়িয়ে যায় জালে।
প্রথমার্ধের যোগ করার সময়েই দ্বিতীয় গোল পেয়ে যায় ইন্টার মায়ামি। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে বক্সের কাছে বল পেয়ে যায় তারা। সেখান থেকে সতীর্থের বাড়ানোর বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে যান লুইস সুয়ারেজ। মাটি কামড়ানো দারুন শটে গোল করেন তিনি।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৪তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন সুয়ারেজ। প্রতিপক্ষ গোল পোস্টের সামনে বল পেয়ে আলতো টাচে জালে জড়ান বল। এরপর ম্যাচের ৮২তম মিনিটে শিকাগোর হয়ে এক গোল শোধ দেন জর্জিয় কোটসিয়াস।
ম্যাচের যোগ করা সময়ে মায়া মেয়ের হয়ে চতুর্থ গোল করেন রবার্ট টেইলর। সতীর্থের সঙ্গে ওয়ান টু ওয়ান পাশে ডি-বক্সের মধ্য থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন তিনি। চলতি এমএলএস লিগে নিজেদের খেলা ২৭ ম্যাচে ১৮ জয় ও ৫ ড্রতে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার লিগে দল পেলেন রিশাদ হোসেন
ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৪/এফএএস