২৬ রানে ৬ উইকেট হারানো দলটি এভাবে ঘুরে দাঁড়াবে— তা কে ভেবেছিল! পিন্ডি টেস্টে সিরিজ জয়ের মিশনে নেমে উড়তে থাকা বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে যেন ঝড়ের কবলে পরে। শুরুতে একে একে টপ-অর্ডার মিডল অর্ডারের ব্যাটারদের হারিয়ে বিপন্ন বাংলাদেশের হাল ধরেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।
এই জুটি মেরামত কররেন ইনিংস। তাদের কাঁধে ভর করেই লিটনের ১৩৮ ও মিরাজের ৭৮ রানে ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৬২ রানে থামে বাংলাদেশের রানের চাকা।
উল্টো পাকিস্তানের অস্বস্তি বাড়িয়ে তৃতীয় দিন শেষ করে মিরাজ-লিটনরা। দিনের শেষ সময়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ফেলে শান-বাবররা। ২১ রানের লিড নিয়ে চতুর্থ দিনে পা দেয় পাকিস্তান।
আরও পড়ুন :
» ফিজিকে গোল বন্যায় ভাসিয়ে বিশ্বকাপ শুরু করল ব্রাজিল
» শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা, বাংলাদেশ শিবিরে আছেন যারা
এদিকে রাউলপিন্ডিতে হঠাৎ পাক বোলারদের ঝড়রের কবলে থাকা বাংলাদেশকে রক্ষ্যা করে নিজের নাম রেকর্ড বুকে অন্তর্ভুক্ত করেছেন মিরাজ। সপ্তম উইকেটে শতাধিক রানের জুটি গড়ার পাশাপাশি এ দিন ক্যারিয়ারের অষ্টম ফিফটি নিজের নামের পাশে যোগ করেন মিরাজ। আর এতেই গড়েন রেকর্ড।
বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচে আট নম্বর বা তার নিচে ব্যাটিংয়ে নেমে এতোদিন সর্বোচ্চ ৭টি ফিফটি ছিল মিরাজ ও মাহমুদউল্লাহর। এবার এই রেকর্ডটি পুরোপুরি নিজের দখলে নিলেন এই অল-রাউন্ডার।
আট নম্বরে নেমে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৫টি অর্ধশতক আছে স্পিন কিংবদন্তি মোহাম্মদ রফিকের। এরপর আছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা (৩) এবং মুশফিকুর রহিম (৩)।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : প্রথম ইনিংস— ২৭৪/১০, দ্বিতীয় ইনিংস— ৯/২
বাংলাদেশ : প্রথম ইনিংস— ২৬২/১০,
** ২১ রানের লিড নিয়ে চতুর্থ দিনে পাকিস্তান।
ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৪/এইচআই/এসএ