পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এবার লিটন-মিরাজদের সামনে অপেক্ষা করছে দ্বিতীয় টেস্টও জিতে নিয়ে নতুন ইতিহাস গড়ার সুযোগ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১৪৩ রান, হাতে রয়েছে ১০ উইকেট।
আজ (সোমবার) চতুর্থ দিনের শেষদিকে আলোক স্বল্পতা এবং বৃষ্টির কারণে কিছুটা আগেই দিনের সমাপ্তি ঘোষণা করা হয়। পাকিস্তানের দেয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। জাকির হাসান ৩১ এবং সাদমান ইসলাম ৯ রান করে অপরাজিত আছেন।
এর আগে তৃতীয় দিনের শেষদিকে ৯ রানের পাকিস্তানের দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। আজ চতুর্থ দিনে সাইম আইয়ুব ও অধিনায়ক শান মাসুদের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান। তবে সাইমকে ফিরিয়ে তাদের ৩৮ রানের জুটি ভেঙ্গে দেন তাসকিন আহমেদ।
আরও পড়ুন:
» ক্রিস গেইলের বিশ্ব রেকর্ড ভাঙলেন তারই স্বদেশী
» জাকিরের ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তিতে বাংলাদেশ, এর পরই হঠাত খেলা স্থগিত
এরপর আঘাত হানেন বাংলাদেশের তরুণ স্পিডস্টার নাহিদ রানা। এক এক করে শান মাসুদ, বাবর আজম ও সৌদ শাকিলদের উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের মিডল অর্ডার বিধ্বস্ত করেন এই পেসার।
সপ্তম উইকেট জুটিতে আগা সালমান ও মোহাম্মদ রিজওয়ান মিলে ৫৪ রান যোগ করেন। এরপর রিজওয়ানকে ব্যক্তিগত ৪৩ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। পরপর দুই বলে রিজওয়ান ও মোহাম্মদ আলির উইকেট তুলে নেন হাসান।
এরপর নাহিদ রানার শিকার হন আবরার আহমেদ। শেষদিকে মীর হামজার উইকেট তুলে নিয়ে নিজের ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নেন হাসান। ফলে ১৭২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ৪৭ রান করে অপরাজিত ছিলেন সালমান।
১৮৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন জাকির হাসান। তার ২৩ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংসের কল্যাণে ৭ ওভারে ৪২ রান তুলেছে টাইগাররা। অপরপ্রান্তে ১৯ বলে ৯ রান করে অপরাজিত আছেন সাদমান ইসলাম।
আগামীকাল (মঙ্গলবার) পঞ্চম ও শেষদিনে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১৪৩ রান। অন্যদিকে পাকিস্তানের জয় পেতে প্রয়োজন ১০ উইকেট। তবে পঞ্চম দিনেও বাগড়া দিতে পারে বৃষ্টি। সবমিলিয়ে এক রোমাঞ্চকর দিনের অপেক্ষায় দুই দেশের সমর্থকেরা।
ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৪/বিটি