রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৩ রান। এখনো হাতে রয়েছে ১০ উইকেট। আপাতদৃষ্টিতে বাংলাদেশের সামনে জয়ের সমীকরণ অনেকটাই সহজ। তবে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় হয়েছিল সফরকারীদের। যদিও দ্বিতীয় ইনিংসে দুই ওপেনারের কল্যাণে দারুণ শুরু পেয়েছে টাইগাররা। তাই এই টেস্ট জয়ে অনেকটাই এগিয়ে শান্ত-সাকিবরা।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের জয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আজকে দিনের শেষদিকে বৃষ্টির কারণে ভেস্তে যায় তৃতীয় সেশন। তেমনি আগামীকালও (৩ সেপ্টেম্বর) বৃষ্টি হওয়ার বেশ সম্ভাবনা রয়েছ। তাই ফলাফল নির্ধারণী পঞ্চম দিনে টাইগারদের ইতিহাস গড়ার পেছনে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
কিন্তু শেষদিনে রাওয়ালপিন্ডিতে আবহাওয়া বাধা হয়ে না দাঁড়ালে হেসেখেলেই জিতবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজনের। বাংলাদেশ বড় ব্যবধানে জিতবে বলে মনে করেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।
আরও পড়ুন:
» ৫ উইকেটের কীর্তি গড়ে যা বললেন হাসান মাহমুদ
» দশে দশ পেলেন তাসকিন-নাহিদ-হাসান
তিনি বলেন, ‘এ ম্যাচ হারার কোনো চিন্তাই করছি না। আমার মনে হয়, আবহাওয়ার কারণে কোনো বাধা সৃষ্টি না হলে আমরা অবশ্যই জিতব। বাংলাদেশ খুব সহজে, বেশ বড় ব্যবধানেই জিতবে।’
প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও ব্যাটারদের ওপর আস্থা রাখছেন সুজন। তার বিশ্বাস এই টার্গেট ছোঁয়ার সামর্থ্য বাংলাদেশের ব্যাটারদের রয়েছে, ‘ব্যাটারদের ওপর আমার অনেক আস্থা রয়েছে। আমাদের ব্যাটারদের এই ১৪৩ রান করার সক্ষমতা রয়েছে। আমি আশাবাদী এই লক্ষ্যে পৌঁছাতে কোনো অসুবিধা হবে না ব্যাটারদের।’
তিনি আরও বলেন, ‘প্রথম টেস্টে আমরা বড় ব্যবধানে জয় পেয়েছি। এই জয়ের পর আমাদের ব্যাটারদের আত্মবিশ্বাস বেড়েছে। নিজেদের সামর্থ্যের ওপর আস্থা তৈরি হয়েছে। যদি মঙ্গলবার ঠিকমতো খেলা হয়, বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ায়, তাহলে আমরা বেশ ভালোভাবেই লক্ষ্যে পৌঁছে যাবো।’
পাকিস্তানের দেয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান তুলেছে বাংলাদেশ। আগামীকাল (মঙ্গলবার) পঞ্চম ও শেষদিনে ১৪৩ রান তুলতে পারলেই নতুন ইতিহাস গড়বে লাল-সবুজের দল।
ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৪/বিটি