বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে অন্যতম ধনী বোর্ড। বোর্ডের আয়ের বড় একটি অংশ আসে বিজ্ঞাপন, মিডিয়া স্বত্ত্ব ও আইসিসির কাছ থেকে।
এছাড়া ক্রিকেট পাগল বাংলাদেশিদের সমর্থন বোর্ডের জন্য অনেক বড় পাওয়া।
এবার এর প্রতিদানের মতো করেই দেশের নিম্ন আয়ের মানুষের পাশে দাড়িয়েছে বিসিবি। রমজানে নিয়মিত ইফতার পার্টি করার পরিবর্তে ৬ হাজার গরীব ও দুঃস্থ পরিবারকে খাবার এবং বিভিন্ন পণ্য সামগ্রী দিয়েছে বিসিবি।
সোমবার বোর্ডের একাডেমি গ্রাউন্ডে এ আয়োজন করা হয়।
এসময় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমরা ৬ হাজার প্যাকেট তৈরি করে বিতরণ করেছি। ইফতার পার্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করার পরিবর্তে সুবিধাবঞ্চিতদের সাহায্য করা বেশি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীও এমন নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, এখানে আয়োজনের উদ্বোধন হয়েছে। প্যাকেটগুলো ঢাকার কিছু ভেন্যু এবং বাইরেও বিতরণ করা হবে।
এদিকে বিসিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রীড়া সংশ্লিষ্ট ও ক্রীড়া প্রেমীরা।
আরও পড়ুন: নতুন সাধারণ সম্পাদক পেল বাফুফে, কে এই ইমরান হোসেন
ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৩/এসএ