দুই ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই ঐতিহাসিক সিরিজ জয়ের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সুখবর পেল টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ মৌসুমের অন্তর্ভুক্ত ছিল। ফলে প্রথম ম্যাচ জয়ের পরেই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতির মুখ দেখেছিল বাংলাদেশ। দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছিল টাইগাররা। তবে স্লো ওভার রেটের কারণে ৩ পয়েন্ট হারিয়ে সপ্তম স্থানে নেমে গিয়েছিল শান্তরা।
এবার দ্বিতীয় টেস্ট জয়ের পর আবারও উন্নতি হয়েছে বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৩ ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে লাল-সবুজ বাহিনী। যেখানে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দলকে ছাপিয়ে গেছে বাংলাদেশ।
আরও পড়ুন:
» সিরিজসেরার অর্থ রিকশাচালকের পরিবারকে দেবেন মিরাজ
» সিরিজ জয়ের পর শান্তদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যেখানে ৩ জয়ের বিপরীতে ৩টিতে হেরেছে তারা। ৩ পয়েন্ট হারিয়ে এখন বাংলাদেশের পয়েন্ট ৩৩, যেখানে শতাংশের হিসেবে ৪৫.৮৩ পয়েন্ট পেয়েছে শান্ত-বাহিনী।
৬ ম্যাচে, ৩ জয় ও ৩ পরাজয়ে ৩৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের একধাপ উপরে অবস্থান করছে নিউজিল্যান্ড। এছাড়া ৬২.৫০ শতাংশ পয়েন্ট তুলে দুইয়ে অস্ট্রেলিয়া এবং ৬৮.৫২ শতাংশ পয়েন্ট তুলে শীর্ষে অবস্থান করছে ভারত।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হওয়া পাকিস্তানের ৭ ম্যাচে দুই জয়ের বিপরীতে হার ৫ টিতে। ১৬ পয়েন্ট তুলেছে। স্লো ওভার রেটের কারণে ৬ পয়েন্ট হারিয়ে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। ১৯.০৫ শতাংশ পয়েন্ট তুলে টেবিলের আটে অবস্থান করছে শান মাসুদের দল।
ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৪/বিটি