Connect with us
ক্রিকেট

আইসিসি র‍্যাঙ্কিংয়ে লিটন-মিরাজদের বিশাল উন্নতি

Litton-Miraz's huge improvement in ICC rankings
পাকিস্তান সিরিজে দুর্দান্ত খেলেছেন লিটন ও মিরাজ। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ২-০ তে সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ। ইতিহাস গড়া এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজ। যার সুবাদে র‍্যাঙ্কিংয়ে অবিস্মরণীয় সাফল্যের মুখ দেখেছেন এই দুই ক্রিকেটার।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন লিটন। অন্যদিকে ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ডার- সব বিভাগেই উন্নতি হয়েছে মিরাজের।

টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন লিটন দাস। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬৮৮। পাকিস্তান সিরিজে দুই ইনিংসে ৯৭ গড়ে ১৯৪ রান করেছেন এই ব্যাটার। যেখানে একটি শতক ও একটি অর্ধশতক রয়েছে।

আরও পড়ুন:

» রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল

» এবার ভারত সিরিজে নজর শান্তদের 

মিরাজ টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৭৫ নম্বরে উঠে এসেছেন। এটাই তার ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিং। আর বোলারদের র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ২২ নম্বরে অবস্থান করছেন।

এছাড়া অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন মিরাজ। ৩ ধাপ এগিয়ে ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অবস্থান করছেন তিনি। পাকিস্তান সিরিজ শুরুর আগে শীর্ষ দশের বাইরে ছিলেন এই অলরাউন্ডার।

পাকিস্তান সিরিজে ব্যাট হাতে দুই ইনিংসে ৭৭.৫০ গড়ে ১৫৫ রান করেছেন মিরাজ। এছাড়া বল হাতে একটি ফাইফার ও একটি ফোরফার সহ ১০ উইকেটে শিকার করেছেন এই স্পিনার।

Hasan-Rana's huge improvement in ICC rankings

আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুই তরুণ পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার। ছবি- সংগৃহীত

এদিকে দুই টেস্টে ১ ফাইফারসহ ৮ উইকেট নেয়া হাসান মাহমুদও বেশ উন্নতি করেছেন। ১৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৫৭ নম্বরে অবস্থান করছেন এই তরুণ পেসার। এছাড়া আরেক তরুণ পেসার ২৩ ধাপ এগিয়ে ৯৭ নম্বরে উঠে এসেছেন। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ৬ উইকেট শিকার করেছেন বাংলাদেশের সবচেয়ে গতিময় বোলার।

ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট