ব্রাজিলের ফুটবলে আরও একটি উৎসবের দিন পার হয়েছে। ফিফা অনূর্ধ্ব ২০ নারী বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ব্রাজিলের কিশোরীরা। প্রথম ম্যাচে ফিজির জালে ৯ গোল এবং দ্বিতীয় ম্যাচে ফ্রান্সকে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তারা।
গতকাল বুধবার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার আতানাসিও গিরারডট স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিলের মেয়েরা। এদিন জয়ের রাতে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন এন. টি. ভেনডিতো কোয়েলহো। গোলের দেখা পেয়েছেন প্রিসিলাও।
এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য ধরে রাখার চেষ্টা করে ব্রাজিল। ম্যাচের মাত্র ৮ মিনিটে লিড নিয়ে নেয় তারা। বক্সের মধ্যে প্রতিপক্ষ ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে এগিয়ে যাওয়া সতীর্থের কাছ থেকে বল পেয়ে আলতো টাচে জালে জড়ান ভেনডিতো কোয়েলহো।
ম্যাচের ১৯তম মিনিটেই গোল ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। ডি-বক্সের ডান প্রান্ত থেকে বল পেয়েছে দারুন ফিনিশিংয়ে জালে জড়ান তিনি। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালায় ফ্রান্স। তবে সফলতা পায়নি তারা।
এদিকে ম্যাচের ৭৫তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে হেড করে দলের গোল ব্যবধান আরও বাড়ান প্রিসিলা। শেষ পর্যন্ত আর কোন দল গোলের দেখা না পেলে ৩-০ গোল ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে ব্রাজিল।
অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের গ্রুপ পর্বে ফ্রান্সকে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করল দলটি। দুই ম্যাচে জয় থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী শনিবার সকাল ৭টায় কানাডার বিপক্ষে মাঠে নামবে তারা।
আরও পড়ুন: দলের সঙ্গে ফিরছেন না সাকিব, কোথায় যাচ্ছেন?
ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৪/এফএএস