Connect with us
ক্রিকেট

নীরব বিতণ্ডা তুঙ্গে, এবার কোহলিকে পাল্টা জবাব দিলেন সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী ও বিরাট কোহলি (ছবি- গুগল)

বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলী। দুজন দুই প্রজন্মের সেরা ক্রিকেটার। দুজনেই ভারতের সাবেক অধিনায়ক। দুজনেই ভারতীয় ক্রিকেটে অনবদ্য। সৌরভ বোর্ড প্রধান হওয়ার আগ পর্যন্ত তাদের সম্পর্কটা ছিল শ্রদ্ধার। এরপর থেকেই অবনতি এখন সম্পর্কটা দা-কুমড়োর মতো। এটি প্রকাশ পেয়েছে সাম্প্রতিক দুটি ঘটনার মধ্য দিয়ে।

এবারের আইপিএলে গত শনিবার বেঙ্গালুরু-দিল্লি ম্যাচ শেষে দুই দলের শুভেচ্ছা বিনিময় কালে কোহলিকে সামনে থেকেই এড়িয়ে গেছেন সৌরভ।

অপরদিকে আগেই নিজের ইনস্টাগ্রামে সৌরভকে ‘আনফলো’ করেছেন বিরাট কোহলি। তখন পর্যন্ত কোহলিকে ফলো করছিলেন তিনি। এর পাল্টা জবাব দিয়েছেন সৌরভ। তিনিও ‘আনফলো’ করেছেন কোহলিকে।

জানা গেছে, সৌরভ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের প্রধান থাকা কালেই দুজনের সম্পর্কে চির ধরে। কোহলি নিজের ওয়ানডে অধিনায়কত্ব হারানোর কারণ হিসেবে দায়ী করেন সৌরভকে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশটির টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিজে থেকেই ছেড়ে দিয়েছিলেন কোহলি। এর কিছুদিন পর বিসিসিআই কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছিল।

সৌরভ তখন জানিয়েছিলেন, বোর্ড কোহলিকে একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু কোহলি সেটা মানেননি। যদিও কোহলি বলেছিলেন, বোর্ড তার সঙ্গে কথা না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

পরে অভিমান করে ২০২২ সালের জানুয়ারিতে টেস্টের অধিনায়কত্বও থেকে সরে যান কোহলি। ওই বছরের অক্টোবরেই বিসিসিআই প্রধানের চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয় সৌরভকেও।

আরও পড়ুন: বিসিবির এমন উদ্যোগ প্রশংসা পেল সবার

ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট