Connect with us
ফুটবল

মোরসালিনের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ

Bangladesh vs Bhutan
ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

ফিফার দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ (বৃহস্পতিবার) স্বাগতিক ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৫ মিনিটের মাথায় গোল করেন শেখ মোরসালিন। ভুটানের গোলরক্ষকের সহজ ভুলেই শুরুর দিকে লিড পেয়ে যায় বাংলাদেশ।

মাঠের ডান প্রান্ত থেকে নেয়া বাংলাদেশের ক্রস তালুবন্দি করতে ব্যর্থ হন ভুটানের গোলরক্ষক শেরিং ডেন্ডুপ। তার হাতে লেগে ডি বক্সে থাকা মোরসালিনের পায়ে পড়ে বলটি। সেখান থেকে সহজেই বলটি জালে জড়ান বাংলাদেশের নাম্বার সেভেন।

আরও পড়ুন:

» ব্যালন ডি’অরের তালিকায় নেই মেসি-রোনালদো, আছেন কারা?

» টি-টোয়েন্টিতে মাত্র ১০ রানে অলআউটের বিশ্বরেকর্ড 

এরপর প্রথমার্ধে আর খুব বেশি আক্রমণে যেতে পারেনি বাংলাদেশ। তবে গোল শোধ করতে মরিয়া ছিল ভুটান। কিন্তু বেশ কয়েকটি আক্রমণ করেও প্রথমার্ধে কোনো গোলে দেখা পায়নি তারা। ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

চাংলিমিথাং স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে হওয়ায় দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ফুটবলারদের মধ্যে ক্লান্তির ছাপ দেখা যায়। তবে ভুটানের কোনো আক্রমণ সফল হতে দেয়নি বিশ্বনাথ-তপু বর্মণরা। তাদের আক্রমণের জবাবে পাল্টা আক্রমণও চালায় মোরসালিনরা।

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কোনো দলই আর গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। আগামী ৮ সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল