টেস্ট ক্রিকেটে অভিষেকের প্রায় ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম জয়ের পর হোয়াইটওয়াশেরও স্বাদ পেয়েছে টাইগাররা।
বাংলাদেশের এমন কীর্তির পর ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা। এবার টাইগারদের নিয়ে প্রশংসা ঝরেছে ভারতের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের কণ্ঠে।
অশ্বিন তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে বলেন, ‘বাংলাদেশের জন্য অসাধারণ জয়। কিন্তু পাকিস্তানের জন্য বিষয়টি বেশ হতাশার। তারা ১০০০ দিনেরও বেশি সময় ধরে ঘরের মাটিতে টেস্ট জিততে পারেনি।’
আরও পড়ুন:
» খেলোয়াড়দের রাজনীতিতে যোগদান নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
» মুস্তাফিজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিল চেন্নাই
বাংলাদেশের বিপক্ষে খেলার বেশ অভিজ্ঞতা রয়েছে অশ্বিনের। এই ভিডিওতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করতে গিয়ে অতীতের স্মৃতিচারণ করে অশ্বিন বলেন, ‘বাংলাদেশ আগের চেয়ে অনেক উন্নতি করেছে। ২০২২ সালের শেষদিকে আমরা বাংলাদেশ সফরে গিয়েছিলাম, তখন বুঝতে পেরেছি বাংলাদেশ টেস্টে কতটা উন্নতি করেছে।’
এছাড়া বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করে এই তারকা অলরাউন্ডার বলেন, ‘বাংলাদেশ দলে অনেক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার রয়েছে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজরা বেশ অভিজ্ঞ। এছাড়া বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান ক্রিকেটারও রয়েছে তাদের।’
চলতি মাসেই দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফর করবে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে জয়ের দেখা পেলেও টেস্টে এখনো জয়ের মুখ দেখেনি টাইগাররা। হয়ত আসন্ন দুই টেস্ট দিয়েই নতুন ইতিহাস গড়ার স্বপ্ন বুনছে লিটন-মিরাজরা।
ক্রিফোস্পোর্টস/৬সেপ্টেম্বর২৪/বিটি