সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আইসিসির এই মেগা টুর্নামেন্টটিতে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ উইকেট শিকার করেন এই লেগ স্পিনার। যার সুবাদে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগগুলোর নজরে আসেন তিনি। একের পর এক বিদেশি লিগগুলোতে ডাক পাচ্ছেন এই তরুণ।
প্রথমে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পান রিশাদ। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ড্রাফটেও দল পেয়েছেন তিনি। এবার নতুন করে দল পেলেন আরো একটি বিদেশি লিগে।
জিম্বাবুয়ের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট জিম আফ্রো টি-টেন লিগে দল পেয়েছেন রিশাদ। সরাসরি চুক্তিতে এই স্পিন অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে হারারে বোল্টস। এর আগে এই টুর্নামেন্টটির প্রথম আসরে বাংলাদেশ থেকে খেলেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম।
আরও পড়ুন:
» বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে প্রশংসা ঝরলো অশ্বিনের মুখে
» খেলোয়াড়দের রাজনীতিতে যোগদান নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
আগামী ২১ সেপ্টেম্বর জিম্বাবুয়ের হারারেতে মাঠে গড়াবে জিম-আফ্রো টি-টেন লিগের দ্বিতীয় আসর। এরপর ২৯ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে।
এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টরোন্টো ন্যাশনালসের হয়ে খেলার সুযোগ পেয়েও খেলা হয়নি রিশাদের। দেশের পরিস্থিতি অস্বাভাবিক থাকায় জটিলতার কারণে খেলতে যেতে পারেননি তিনি।
আগামী ৬ অক্টোবর মাঠে গড়াবে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তবে তার আগেই পর্দা নামবে জিম আফ্রো টি-টেন লিগের। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছাড়পত্র পেলেই এই টুর্নামেন্টে খেলতে পারবেন রিশাদ।
ক্রিফোস্পোর্টস/৬সেপ্টেম্বর২৪/বিটি