লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেপ্টেম্বর উইন্ডোতে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামীকাল (৭ সেপ্টেম্বর) ঘরের মাঠে ইকুয়েডরকে আতিথ্য দেবে সেলেসাওরা। কুরিতিবার স্তাদিও পেরেইরা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।
দীর্ঘদিন ধরেই ফুটবলে বাজে সময় পার করছে ব্রাজিল। দরিভাল জুনিয়র দায়িত্ব নেয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় দিয়ে বছর শুরু করেছিল সেলেসাওরা। তবে টানা ৭ ম্যাচ অপরাজিত থাকার পর গত কোপার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে বিদায় নেয় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ বাছাই পর্বেও ভালো অবস্থানে নেই ব্রাজিল। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে তারা। তাই বাকী ম্যাচগুলো ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন:
» ছন্দ ফিরে পেতে বাবরকে বিয়ের পরামর্শ সাবেক ক্রিকেটারের
» বিশ্বকাপ বাছাইয়ে মেসিবিহীন আর্জেন্টিনার সহজ জয়
দরিভাল জুনিয়রের অধীনে প্রথমারের মতো বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। তবে ইকুয়েডরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে হানা দিয়েছে ইনজুরি। এসিএল ইনজুরিতে পড়ে আগেই ছিটকে গেছেন ফরোয়ার্ড পেদ্রো। এবার নতুন করে ইনজুরিতে পড়েছেন ডিফেন্ডার এডার মিলিটাও।
মিলিটাওয়ের অনুপস্থিতিতে দুই সেন্টার ব্যাক হিসেবে দেখা যেতে পারে পিএসজি তারকা মার্কুইনোস ও আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল মাগালায়েসকে। মাঝমাঠের দায়িত্বে ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেতার সঙ্গে আন্দ্রে অথবা জোয়াও গোমেজকে দেখা যেতে পারে।
এদিকে নিষেধাজ্ঞায় থাকা রাফিনহার সার্ভিসও পাচ্ছে না ব্রাজিল। তার অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগে দেখা যেতে পারে রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র ও লুইস হেনরিককে দেখা যেতে পারে।
ব্রাজিল ও ইকুয়েডরের এখন পর্যন্ত ৩৫ বারের দেখায় ২৭টি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। বিপরীতে মাত্র ২ ম্যাচে জয় পেয়েছে ইকুয়েডর। বাকি ৬টি ম্যাচ হয়েছে ড্র। তাই আগামীকাল ফেবারিট দল হিসেবেই মাঠে নামবে সেলেসাওরা।
খেলা দেখবেন যেভাবে
ব্রাজিল ও ইকুয়েডরের ম্যাচটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। তবে ম্যাচটি সরাসরি দেখা যাবে বেশ কয়েকটি লাইভ স্ট্রিমিং প্লাটফর্মে। এগুলো হলো- ইয়াল্লা, স্ট্রিম ফুবো, ভিএক্সে, লাইভস্পোর্টস।
ক্রিফোস্পোর্টস/৬সেপ্টেম্বর২৪/বিটি