ম্যাচ শুরুর বাঁশি বাজার পর কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে বসে ইতালি। ঘরের মাঠে তখন উল্লাসে ফেটে পড়ে ফরাসি সমর্থকরা। যদিও শেষ পর্যন্ত সেই উন্মাদনা ধরে রেখে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিকরা। প্যারিসের মাটিতে প্রায় ৭০ বছর পর ফ্রান্সকে হারানোর স্বাদ পেল ইতালি।
এছাড়া সামগ্রিক ভাবে ২০০৮ সালের পর প্রথমবারের মতো ইতালির কাছে হেরেছে ফ্রান্স। এই সময়ের মাঝে গেল ১৬ বছরে ৩ বার মুখোমুখি হয়েছিল দুদল। যেখানে প্রতিবারই জয়ের দেখা পেয়েছিল ফরাসিরা। এবার প্রতিপক্ষের ঘরে ঢুকে তাদের পরাজিত করে ইতালি; ভেঙে ফেলে হারের বৃত্ত।
গতকাল শুক্রবার রাতে নেশনস লিগের ম্যাচে ফ্রান্সকে ৩-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে ইতালি। এদিন প্রতিপক্ষ রক্ষণের ভুলের সুযোগ নিয়ে মাত্র ১৩ সেকেন্ডে এগিয়ে যায় ফ্রান্স। ডিফেন্ডার জিওভান্নি দি লরেন্সো বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে পেয়ে যান ব্র্যাডলি বারকোলা।
একাই বল নিয়ে ঢুকে পড়েন ডি-বক্সে। প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে দারুন শটে জালে জড়ান বল। ফ্রান্সকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নেশনস লিগ ও ফ্রান্স জাতীয় দলের হয়ে ম্যাচে দ্রুততম সময়ে গোল করার রেকর্ড গড়েন এই ফরাসি ফুটবলার।
যদিও প্রথমার্ধেই সমতায় ফেরে সফরকারীরা। ম্যাচের ৩০তম মিনিটে অসাধারণ একটি গোলে ইতালিকে সমতায় নিয়ে আসেন ফেডেরিকো ডিমারকো। পাসিং ফুটবলে ডি-বক্সের বাঁ প্রান্তে সতীর্থের কাছ থেকে বল পেয়ে ভলি শটে বল জালে বল জড়ান তিনি।
গোটা ম্যাচে এদিন চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণ। শুরু থেকে বল দখলের লড়াইয়ে জমে ওঠে খেলা। উভয় দলের খেলোয়াড়দের দারুন ফুটবলীয় শৈলী চোখে পড়ে পুরো ম্যাচ জুড়েই। এদিন শুরুতে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নিয়ে নেয় ইতালি।
ডি-বক্সের ডান প্রান্ত থেকে সতীর্থের নিখুঁত ক্রস জালে জড়াতে ভুল করেননি ডেভিড ফ্রাত্তেসি। ম্যাচের ৭৪তম মিনিটে গোল ব্যবধান আরও বাড়িয়ে দেন জিয়াকোমো রাশপাদোরি। আক্রমণ চালানোর পর প্রতিপক্ষের রক্ষণের মধ্যে ডিফেন্ডার বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ বুঝে গোল করেন তিনি।
আরও পড়ুন: ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে উন্নতি ঘটাল ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/৭সেপ্টেম্বর২৪/এফএএস