Connect with us
ফুটবল

শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল রোনালদোর আল নাসর

রোনালদোর আল নাসর
আল হিলালের কাছে ২-০ গোলে হেরেছে আল নাসর (ছবি- গোল ডটকম)

মাঠে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় তীব্র সমালোচনার মুখে আর নাসর ছেড়েছেন কোচ রুডি গার্সিয়া। তার বিদায়ের পর প্রথমবারের মতো মাঠে নামে রোনালদোরা।

তবে কোচ পরিবর্তন হলেও দলের ভাগ্য বদলায়নি। উল্টো, শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে আল নাসর।

মঙ্গলবার রাতে সৌদি ক্লাসিকোতে আল হিলালের বিপক্ষে ম্যাচে নিষ্প্রভই ছিলেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আর এতে যা হওয়ার তাই হয়েছে, আল হিলালের কাছে ২-০ গোলে হেরেছে আল নাসর। শুধু তাই নয়, এ হারে শিরোপার রেস থেকেও পিছিয়ে গেছে রোনালদোরা।

যে সমীকরণের সামনে আল নাসর:
এই ম্যাচে হারের পর আল নাসরের পয়েন্ট ২৪ ম্যাচে ৫৩। আর টেবিলের এক নম্বরে থাকা আল ইতিহাদের পয়েন্ট ২৩ ম্যাচে ৫৬। এক ম্যাচ কম খেলেও এগিয়ে ইতিহাদ। নিজেদের পরের ম্যাচে তারা জিতলে দুদলের পয়েন্ট ব্যবধান হবে ৬।

এদিকে লিগে আল নাসরের বাকি আছে ৬ ম্যাচ। ছয় ম্যাচ দিয়ে পার্থক্য মেটানো আল নাসরের জন্য সহজ হবে না। উল্টো হারলে স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। তাই আল হিলালের বিপক্ষে হারটি অনেক বড় ধাক্কাই ছিল রোনালদোদের জন্য।

এদিকে আল হিলালের ম্যাচ জয়ে ইদিওন ইগহালোর করা দুটি গোলই এসেছে পেনাল্টি শট থেকে। যদিও এই ম্যাচে আল নাসরও পেনাল্টি পেয়েছিল কিন্তু ভিএআর পরীক্ষায় তা বাতিল হয়।

ম্যাচের প্রথমার্ধ থেকেই মাঠে এগিয়ে ছিল আল হিলাল, তাদের ৫৬ শতাংশ বল দখলের বিপরীতে আল নাসরের দখলে বল ছিল ৪৪ শতাংশ। এছাড়া আল হিলাল যেখানে ৭ শটের ৩টিই লক্ষ্যে রাখে, এর বিপরীএ আল নাসর শটই নিতে পেরেছে মাত্র একটি।

ম্যাচের ৪৪ মিনিটে প্রথম পেনাল্টিটি পায় আল হিলাল। স্পট কিকে দলকে এগিয়ে নেন ইগহালোও।

পরে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টায় বেশ কিছু আক্রমণ করে নাসর শিবির। কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো আবার পেনাল্টি খেয়ে বসে দলটি। ক্লাবটির হয়ে ব্যবধান ২-০ করেন ইগহালো। শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন রোনালদোরা।

আরও পড়ুন: টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড গড়ল শ্রীলঙ্কা

ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল