প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের শেষ সময় পর্যন্তও সিরিজ জয়ের সুযোগ ছিল মোরসালিনদের। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ের গোলে স্বপ্নভঙ্গ হয়ে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ভুটানের বিরুদ্ধে শেষ প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রবিবার (৮ সেপ্টেম্বর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ৯৩তম মিনিটে গোল করে জয় তুলে নেই স্বাগতিকরা। এতে ১-১ ব্যবধানে সিরিজ ড্র হয়েছে। ফিফা প্রীতি সিরিজের প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। আজ থিম্পুতে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে ভুটান।
ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। লম্বা বল অফসাইড ফাঁদ ভেঙে পেয়ে ডান দিকে আক্রমণে গিয়েছিলেন ফাহিম। তবে তার শট ব্লক করে দেন ভুটানের এক ডিফেন্ডার।
আরও পড়ুন :
» বিশ্বকাপে যে রেকর্ড এই চার ক্রিকেটার ছাড়া আর কারো নেই
» আফগানিস্তানে ক্রিকেট কেন এতো জনপ্রিয়?
৩২তম মিনিটে বাংলাদেশ বিপদে পড়তে যাচ্ছিলো। তবে রক্ষা করেন মিতুল। অহেতুক কারিকুরি করতে গিয়ে বিপজ্জনক জায়গায় সিনিয়র সোহেল রানা বল হারান নামগিলের কাছে। বল নিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে নামগিলের জোরালো শট শেষ মুহূর্তে লাফিয়ে ফিস্ট করে দলকে বাঁচান মিতুল।
ম্যাচের অতিরিক্ত সময়ে ৯৩তম মিনিটে ওয়াংচুকের গোলে হারতে হয় বাংলাদেশকে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এটি ভুটানের কাছে বাংলাদেশের দ্বিতীয় হার, আগেরটি ২০১৬ সালে, থিম্পুতেই।
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে সিরিজ জিততে শেষ ম্যাচে বাংলাদেশের ড্র হলেও সমস্যা ছিল না। কিন্তু সেই মিশনে আজ ব্যর্থ তপু-মোরসালিনরা। এক জয় ও এক হারে সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।
ক্রিফোস্পোর্টস/৮সেপ্টেম্বর২৪/এজে