Connect with us
ক্রিকেট

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাক যুবারা, ম্যাচ সূচি

বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ ফিক্সচার
পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো (ছবি- গুগল)

ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়াবে আগামী ৩০ এপ্রিল।

এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র যুব টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে।

এর আগে ২৬ এপ্রিল ঢাকায় পৌঁছাবে পাক যুবারা। সফরকালে ১টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।

পূর্ণাঙ্গ ম্যাচ সূচি:

একমাত্র টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ এপ্রিল। প্রথম ও দ্বিতীয় ওয়ানডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ ও ৮ মে।

শেষ তিন ওয়ানডে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ১১, ১৩ ও ১৫ মে। একমাত্র টি-টোয়েন্টি রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ১৭ মে।

আরও পড়ুন: সাকিবের মতো একই ভুল করেননি ভারতের পেসার সিরাজ

ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট