ফুটবলকে বিদায় বলে দিলেন যুক্তরাষ্ট্র নারী ফুটবল দলের বিশ্বকাপজয়ী তারকা অ্যালেক্স মরগান। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) ন্যাশনাল উইমেনস সকার লিগের ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ইতি টানেন এই ৩৫ বছর বয়সী তারকা।
দ্বিতীয়বারের মতো সন্তানের মা হতে চলেছেন মরগান। আর এ কারণেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এই স্ট্রাইকার। এর আগে ২০২০ সালে প্রথম সন্তানের জন্ম দেন তিনি।
সোমবার ন্যাশনাল উইমেনস সকার লিগের ম্যাচে নর্থ ক্যারোলিনা কারেজের মুখোমুখি হয় তার দল সান দিয়েগো ওয়েভ। তবে ঘরের মাঠে নর্থ ক্যারোলিনা কারেজের কাছে ৪-১ গোলে হেরেছে তারা। ম্যাচের ১০ মিনিটে একটি পেনাল্টি শটে গোল করতে ব্যর্থ হন এই স্ট্রাইকার। এরপর ম্যাচের ১৬ মিনিটেই তাকে উঠিয়ে নেয় কোচ।
আরও পড়ুন:
» বিদেশি লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি মুর্তজা
» দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার সামনে জার্মানি, ব্রাজিলের প্রতিপক্ষ কে?
ক্যারিয়ারের শেষ ম্যাচটায় রাঙাতে পারেননি মরগান। তবে ক্যারিয়ারজুড়ে অসাধারণ খেলেছেন এই ফুটবলার। ২০০৯ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। ফুটবলকে বিদায় বলার আগে যুক্তরাষ্ট্রের জার্সিতে ২২৪ ম্যাচে ১২৩ টি গোল করেছেন তিনি, যা নারীদের মধ্যে সর্বোচ্চ গোলের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।
জাতীয় দলের হয়ে ২০১৫ ও ২০১৯ নারী বিশ্বকাপ এবং ২০১২ লন্ডন অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছেন মরগান। এছাড়া ২০১১, ২০১৩ এবং ২০১৫ সালে আলগ্রেভ কাপ জিতেছেন।
এছাড়া ক্লাব ফুটবলে ২০১৩ সালে পোর্টল্যান্ড থ্রোনসের হয়ে ন্যাশনাল উইমেনস সকার লিগের শিরোপা, ২০১৬/১৭ মৌসুমে লায়নের হয়ে নারীদের চ্যাম্পিয়ন্স লিগ, কোপ দে ফ্রান্স, ডিভিশন ওয়ান এবং ২০২৪ সালে সান দিয়েগোর হয়ে চ্যালেঞ্জ কাপ জিতেছেন।
ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৪/বিটি