Connect with us
ফুটবল

জার্মানি-নেদারল্যান্ডসের জমে ওঠা ম্যাচে জেতেনি কেউই

Germnay vs netherland
জার্মানি-নেদারল্যান্ডসের জমে ওঠা ম্যাচে জেতেনি কেউই

টুর্নামেন্টের শুরুতে প্রতিপক্ষের জালে গোল উৎসবে উয়েফা নেশন্স লিগ শুরু করেছিল জার্মানি ও নেদারল্যান্ডস। তবে নিজেদের মুখোমুখি দেখার ম্যাচে জেতেনি কেউই। ড্র’য়ে শেষ করেছে নিজেদের সাক্ষাত। মঙ্গলবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় জার্মানরা গোল ব্যবধানে ডাচদের পেছনে ফেলে শীর্ষস্থান ধরে রেখেছে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ৫-২ গোলে বসনিয়া ও হার্জেগোভিনাকে, জার্মানি ৫-০’তে হাঙ্গেরিকে উড়িয়ে দিয়েছিলো। নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয় ইউরোপের দুই পরাশক্তি দল।

আমস্টারডামে জার্মানদের আতিথেয়তা দেওয়া ডাচরা ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের উৎসব করে। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন মিডফিল্ডার টিয়ানি রেইডার্স। শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা জার্মানি ৩৮ মিনিটে সমতায় ফেরে। ফ্লোরিয়ান ভিরৎজের শট ডাচ গোলরক্ষক ফিরিয়ে দেওয়ার পর জোরালো হাফ ভলিতে বল জালে পাঠান স্ট্রাইকার ডেনিজ উন্দাভ।

আরও পড়ুন :

» কলম্বিয়ার কাছে হেরে জয়ের ধারা ভাঙল মেসিবিহীন আর্জেন্টিনার

» চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার পর হারলো ব্রাজিলও

প্রথমার্ধের যোগ করা সময়ে অতিথি দলকে এগিয়ে নেন জসুয়া কিমিখ। ছয় গজ বক্সের বাইরে থেকে উন্দাভের প্রচেণ্টা গোলরক্ষক রুখে দিলেও কাছ থেকে বল জালে পাঠান জার্মানির অধিনায়ক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে ডাচরা। ৫১ মিনিটে বক্সের ভেতর সতীর্থের পাস পেয়ে কাছ থেকে ডেনজেল ডামফ্রিসের লক্ষ্যভেদ। বাকি সময়ে সুযোগ পেয়েও দুই দলের কেউ পারেনি জয়সূচক গোল তুলে নিতে।

ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল