Connect with us
অন্যান্য

কোহলি-রোনালদোদের ব্লু টিক সরিয়ে নিল টুইটার, বিপাকে অনুসারীরা

ক্রিশ্চিয়ানো রোনালদো ও বিরাট কোহলির মতো তারকার ব্লু ব্যাজও সরিয়ে নিয়েছে টুইটার (ছবি- গুগল)

মার্কিন ধনকুবের ইলন মাস্কের হাতে টুইটারের নাটাই যাওয়ার পর থেকেই জনপ্রিয় সামাজিক এ মাধ্যমে একের পর এক পরিবর্তন এনেছেন তিনি। শুরুটা করেছেন বড় ধরণের কর্মী ছাটাইয়ের মাধ্যমে। পরে হাত দিয়েছেন, ব্যবহারকারীদের সুবিধায়।

সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন, এখন থেকে টুইটারে আইডি ভেরিফায়েড বা ব্লু ব্যাজ নিতে বা রাখতে হলে প্রতি মাসে পেমেন্ট দিতে হবে। যেখানে মাসে গুণতে হবে অন্তত ৮ ডলার।

এবার এমন সিদ্ধান্তের বাস্তবায়নই শুরু করেছে টুইটার। নতুন নিয়মে ক্রিশ্চিয়ানো রোনালদো, বিরাট কোহলিদের মতো মহাতারকাদের আইডির ব্লু টিকও উধাও হয়ে গেছে! এর তাতেই বিপাকে পড়েছেন তারকা ও তাদের অনুসারীরা।

এদিকে টুইটারের এমন নীতির ফলে কোনটা আসল কোহলি আর কোনটা আসল রোনালদো- তা বের করতেও বিপাকে পড়ছেন অনুসারীরা।

অপরদিকে শুধু এই দুই তারকাই নন, পোপ থেকে শুরু করে জে কে রাওলিংয়ের ব্লু টিকও সরিয়ে নিয়েছে টুইটার। আর সাধারণ ব্যবহারকারীরা তো হারিয়েছেনই।

টুইটারের এমন কাণ্ডের পর নানা যুক্তি তর্কে সরগরম এ প্লাটফর্মটি। প্রতিবাদকারীরা বলছেন, যে কেউই তো এখন টাকার বিনিময়ে জনপ্রিয় কারো নামে আইডি করে ব্লু টিক নিয়ে নিতে পারবেন। এতে বিভ্রান্তি বাড়বে।

আরও পড়ুন: বাংলাদেশের গ্রাউন্ডসম্যান মামুন যেভাবে হলেন নেপালের প্রধান কিউরেটর

ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য