পুরো বাংলাদেশ দলের জন্য পাকিস্তান সফরটা ছিল স্বপ্নের মতো।পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ১৫৫ রানের পাশাপাশি বল হাতে ১০ উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য সিরিজ হন মেহেদী হাসান মিরাজ। আর ওই পুরস্কারের অর্থ জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালকের পরিবারকে দান করার ঘোষণা দিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। পরে আজ সেই অর্থ তুলে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া রিকশাওলার পরিবারের হাতে পাকিস্তান সিরিজ সেরা পুরষ্কারের টাকা বুঝিয়ে মিরাজ। একই দিন আবার ভারত সফরের দল ঘোষণা করেছে বিসিবি। আর পাকিস্তানে জয় করা ট্রফি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতও করেছেন ক্রিকেটাররা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রক্তাক্ত জুলাই-আগস্টে অনেক প্রাণ ঝরেছে। তার মধ্যে এক রিকশাওয়ালার মৃত্যুতে ব্যথিত হয়েছেন মিরাজ। আন্দোলনে শহীদ হওয়া ওই রিকশাওয়ালা পরিবারের হাতে সিরিজসেরার প্রাইজমানি বাবদ পাওয়া অর্থ তুলে দেয়ার ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ লাখ ১৪ হাজার টাকার কিছু বেশি।
আরও পড়ুন:
» ভারত সফরের টেস্ট দল ঘোষণা, একজনকে বাদ দিলো বিসিবি
» দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্টের ভেন্যু চূড়ান্ত করেছে বিসিবি
এর আগে পাকিস্তানের মাটিতে পুরস্কার নেয়ার সময় মিরাজ বলেন, দেশ অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে। ছাত্র আন্দোলনের সময় এক রিকশাচালক আহত হন, পরে তিনি মারা গেছেন। এই ম্যাচ সেরার অর্থ আমি তার পরিবারকে দিয়ে পাশে দাঁড়াতে চাই।
ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৪/এজে