দীর্ঘ সময় পর ব্যালন ডি’অর জয়ের সংক্ষিপ্ত তালিকায় নাম নেই লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। আর তাই স্বাভাবিকভাবেই তাদের নিয়ে হচ্ছে না তেমন কোন আলোচনা। নতুন যুগে নতুন ফুটবলারদের নিয়ে সম্ভাবনা দেখছেন ফুটবলপ্রেমীরা। যেখানে আছে তরুণ খেলোয়াড়দের নামও।
ব্যালন ডি’অর জয়ে এবার সকলে এগিয়ে রাখছেন রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, আর্লিং হালান্ডদের নাম। হয়তো নতুন সময়ের কোন তারকার হাতেই উঠতে যাচ্ছে এবারের এই শ্রেষ্ঠত্বের ট্রফি। যেখানে সংক্ষিপ্ত তালিকায় নাম আছে তরুণ স্প্যানিশ ফুটবলার লামিনে ইয়ামাল বা নিকো উইলিয়ামসের নাম।
তবে এখনই নিজের ব্যালন ডি’অর জয়ের কোন সম্ভাবনা দেখছেন না স্পেনের তরুণ তারকা ফুটবলার লামিনে ইয়ামাল। গেল ইউরোপা চ্যাম্পিয়নশিপ ও স্প্যানিশ লা লিগার সেরা উদীয়মান ফুটবলার হয়েছিলেন তিনি। সম্প্রতি এল হরিমিগুয়েরো’ নামক এক টেলিভিশন অনুষ্ঠানের সাক্ষাৎকারে এমন কথা জানান ইয়ামাল।
সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার নাম নিকোর সঙ্গে তালিকায় আছে। প্রথমে তার নাম এসেছে, পরে আমার। অবশ্য এখনই আমার ব্যালন ডি’অর জয়ের কোনো সম্ভাবনা দেখছি না।’
এবারের ব্যালন ডি’অর জয়ের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নাম রয়েছে ১৭ বছর বয়সী এই তরুণ ফুটবলারের। চলতি বছর ইউরোপা চ্যাম্পিয়নশিপ জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সেরা উদীয়মান ফুটবলার পুরস্কার পেয়েছিলেন তিনি। বর্তমানে তিনি খেলছেন লা লিগায় খেলছেন বার্সেলোনার হয়ে।
আরও পড়ুন: অবশেষে মাঠে ফিরছেন মেসি
ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৪/এফএএস