Connect with us
ক্রিকেট

ভারত সিরিজে ভিন্ন ভূমিকায় থাকছেন তামিম

Tamim Iqbal Commentary
ধারাভাষ্য কক্ষে তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন যাবত ক্রিকেট মাঠের বাইরে রয়েছেন জাতীয় দলের অন্যতম সদস্য তামিম ইকবাল খান। গেল বছর ভারত বিশ্বকাপের আগে থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন এই দেশ সেরা ওপেনার। যদিও এর মাঝে বিপিএলের শিরোপা উঠিয়ে ধরেছিলেন তিনি।

সম্প্রতি সরকার পরিবর্তনের পর রদবদল এসেছে দেশের ক্রীড়াঙ্গনেও। এতে ফের জাতীয় দলে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে তামিম ইকবালের। বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন মিশন ভারত সিরিজ। যেখানে দেখা যাবে এই ক্রিকেটারকে। তবে মাঠে নয়; মাঠের বাইরে তামিম থাকবেন ভিন্ন ভূমিকায়।

আগেই শোনা গিয়েছিল ভারত সিরিজে ধারাভাষ্য কক্ষ থেকে আসতে পারে তামিমের কণ্ঠ। এবার সম্প্রচার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সিরিজে মাইক্রোফোন হাতে দেখা মিলবে তামিমের। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টির জন্য ধারাভাষ্য দেবেন বাংলাদেশ ও ভারতের পাঁচজন ধারাভাষ্যকার।

এই সফরে বাংলাদেশী ধারাভাষ্যকার হিসেবে তামিমের সঙ্গে থাকবেন স্বনামধন্য আতহার আলী খান। ভারতের থাকবেন হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত ও মুরালি কার্তিক। আন্তর্জাতিক ধারাভাষ্যে তামিমের অভিষেক হয়েছে গত বছরের ডিসেম্বরে। মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে ধারাভাষ্য কক্ষ থেকে বিশ্লেষণ করেছিলেন তামিম।

ভারত সফরের জন্য আগামীকাল দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। এই সফরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর ধারাবাহিক ভাবে খেলবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ। 

আরও পড়ুন: ব্যালন ডি’অর জয়ে নিজের সম্ভাবনা দেখছেন না ইয়ামাল

ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট